Advertisement
Advertisement
Infosys

‘জীবনের মাইলফলক’, আইআইটি বম্বেকে ৩১৫ কোটি টাকার অনুদান প্রাক্তনী ইনফোসিস কর্তার

এর আগেও ওই প্রতিষ্ঠানকে বিপুল অনুদান দিয়েছিলেন তিনি।

Nandan Nilekani donates 315 Crore rupees to IIT Bombay। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 20, 2023 4:13 pm
  • Updated:June 20, 2023 4:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইআইটি বম্বেকে ৩১৫ কোটি টাকার অনুদান দিলেন ইনফোসিসের (Infosys) অন্যতম প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি। এই প্রতিষ্ঠান থেকেই তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। ১৯৭৩ সালে আইআইটি বম্বেতে (IIT Bombay) ভরতি হয়েছিলেন তিনি। সেই হিসেবে এবার তাঁর এই প্রতিষ্ঠানে ভরতি হওয়ার ৫০ বছর। আর সেই উপলক্ষেই তিনি নিজের প্রতিষ্ঠানকে এই বিপুল অর্থ অনুদান দিলেন।

জানা গিয়েছে, তাঁর প্রাক্তন প্রতিষ্ঠানের পরিকাঠামোকে বিশ্বমানের হয়ে উঠতে দেখাই লক্ষ্য নন্দনের। আর তাই এই অনুদান। ভারতে কোনও প্রাক্তনীর দেওয়া সর্বকালের অন্যতম বৃহৎ অনুদান এটাই। এই পরিস্থিতিতে তিনি জানাচ্ছেন, ”আইআইটি বম্বে আমার জীবনের এক মাইলফলক। যা আমার পরবর্তী বছরগুলিকে নির্দিষ্ট আকৃতি দিতে এবং আমার যাত্রাপথের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। যেহেতু আমার সঙ্গে ওই প্রতিষ্ঠানের সম্পর্ক ৫০ বছরে পা দিল, তাই আমার কৃতজ্ঞতা প্রকাশ করে এর ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চাই।”

Advertisement

[আরও পড়ুন: কেন ৫৬ ভোগ দেওয়া হয় জগন্নাথকে? এর পিছনে রয়েছে কোন কাহিনি?]

সেই সঙ্গেই তাঁর সংযোজন, ”আমার এই অনুদান আর্থিক সাহায্যের চেয়েও অনেক বেশি। যে স্থান আমাকে এত কিছু দিয়েছে তার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য।” উল্লেখ্য, এর আগেও এই প্রতিষ্ঠানকে ৮৫ কোটি টাকার অনুদান দিয়েছিলেন তিনি। ফলে সব মিলিয়ে আইআটি বম্বেকে দেওয়া তাঁর অনুদান পৌঁছল ৪০০ কোটিতে।

[আরও পড়ুন: ‘সীমান্তে শান্তি ফিরলে সম্পর্ক স্বাভাবিক হবে’, চিনকে কড়া বার্তা মোদির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement