নিজস্ব চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিতে যোগ দেবেন কমল নাথ (Kamal Nath)? লোকসভা নির্বাচনের আগেই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কার্যকলাপে দেশজুড়ে জল্পনা শুরু হয়েছিল। তবে যাবতীয় জল্পনায় জল ঢেলে কমলের পুত্র নকুল নাথ।
লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস (Congress) ছেড়ে বিজেপিতে যেতে পারেন কমল নাথ- গত কয়েকদিন ধরেই সেই জল্পনায় উত্তাল ছিল জাতীয় রাজনীতি। শোনা যাচ্ছিল, দলের রাশ আর তাঁর হাতে নেই বলে মনে করছেন কমল। দল চালাচ্ছেন জয়রাম রমেশ, কেসি ভেনুগোপাল, রণদীপ সুরজেওয়ালারা। বিশ্লেষকদের অনুমান, সেই ক্ষোভেই ছেলে নকুল নাথকে নিয়ে দিল্লিতে গিয়েছেন কমল। সেখানেই কংগ্রেস ছেড়ে বেশ কয়েকজন অনুগামীকে নিয়ে বিজেপিতে (BJP) যোগ দেবেন তিনি।
প্রায় তিন দিন ছেলেকে নিয়ে দিল্লিতে ছিলেন কমল নাথ। তবে রাজনৈতিক টালবাহানার শেষে দিল্লি থেকে ফিরে যান তিনি। তার আগে ইঙ্গিতবাহীভাবে দিল্লির বাসভবনের ছাদ থেকে সরিয়ে নেন জয় শ্রীরাম লেখা পতাকা। মধ্যপ্রদেশে ফিরে গিয়ে লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) নীল নকশা তৈরিতে মন দিয়েছেন সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিশেষত, জাতপাতের সমীকরণ মাথায় রেখে কীভাবে কংগ্রেসের রণকৌশল সাজানো যায় সেই পরিকল্পনা করতে ব্যস্ত কমল নাথ।
নির্বাচনের আগে দলবদল নিয়ে কোনও কথা যেন আর না ওঠে, সেই জন্য স্পষ্ট ভাষায় নিজেদের অবস্থান জানিয়ে দিলেন নকুল নাথ। শুক্রবার ছিন্দওয়ারায় একটি জনসভায় কংগ্রেস সাংসদ বলেন, “আর দেড় মাসের মধ্যেই লোকসভা নির্বাচন। তার আগে বিজেপির লোকজন গুজব ছড়াচ্ছে যে কমল নাথ ও আমি নাকি তাদের দলে যোগ দিচ্ছি। তাই পরিষ্কার জানিয়ে দিচ্ছি, কমল নাথ বা নকুল নাথ কেউ বিজেপিতে যাচ্ছেন না।” প্রসঙ্গত, আগেও বিজেপিতে যোগদানের জল্পনায় জল ঢালতে দেখা গিয়েছিল কমল নাথকে। এবার পাকাপাকিভাবেই কংগ্রেসে রয়ে যাচ্ছেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.