Advertisement
Advertisement

উরি জঙ্গি হামলায় শহিদ হলেন আরও এক জওয়ান

বাবার দেখানো পথে হেঁটেই সেনায় যোগ দিয়েছিলেন বিহারের আরাহর বাসিন্দা রাজকিশোর ও তাঁর দুই ভাই৷

Naik Rajkisore Singh becomes 19th to die in Uri Terror Attack
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 30, 2016 2:40 pm
  • Updated:September 30, 2016 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনায় আরও এক শহিদের সংখ্যা বাড়ল৷ ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পরের দিন প্রাণ হারালেন জঙ্গি হামলায় আহত নায়েক রাজকিশোর সিং৷

চলতি মাসের ১৮ তারিখে কাশ্মীরের উরিতে পাক জঙ্গি হানায় শহিদ হয়েছিলেন ১৮ জন ভারতীয় জওয়ান৷ হামলায় যুক্ত চার জঙ্গিকে নিকেশ করতে সফল হয়েছিল সেনা৷ সেই হামলাতেই একাধিক গুলি লাগে রাজকিশোর সিংয়ের৷ ঘটনার পরের দিন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই জীবনের সঙ্গে লড়াই করে হার মানেন ৩৫ বছরের ভারতীয় জওয়ান৷

Advertisement

বাবার দেখানো পথে হেঁটেই সেনায় যোগ দিয়েছিলেন বিহারের আরাহর বাসিন্দা রাজকিশোর ও তাঁর দুই ভাই৷ এবার সেই পথে হাঁটতে চায় রাজকিশোরের ১০ বছরের ছেলে হেমন্ত৷ দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখে সে৷ বাবার মৃত্যু তাঁকে নতুন করে যেন উদ্বুদ্ধ করে তুলল৷ ১২ বছরের মেয়ে সুহানি ও ১০ বছরের ছেলে হেমন্তকে রেখে চলে গেলেন বাড়ির কনিষ্ঠ পুত্র রাজকিশোর৷ শুক্রবার ভোর রাতে রাজকিশোরের মৃত্যুর খবর পায় তাঁর পরিবার৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement