Advertisement
Advertisement
Nagpur

৫৬ ডিগ্রি! এবার দিল্লিকে টপকে অগ্নিদৌড়ে শীর্ষে নাগপুর

গত ৩০ মে নাগপুরের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫৬ ডিগ্রি সেলসিয়াসে। বলার অপেক্ষা রাখে না, দেশের ইতিহাসে এটাই এখনও পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা। পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা থেকে মাত্র ০.৭ ডিগ্রি কম।

Nagpur break Delhi record temperature cross 56 degree
Published by: Amit Kumar Das
  • Posted:May 31, 2024 5:15 pm
  • Updated:May 31, 2024 5:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিন আগেই দেশের সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছিল দিল্লি। দেশবাসীকে চমকে দিয়ে রাজধানীর তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫২.৯ ডিগ্রিতে। এবার দিল্লির রেকর্ড ভেঙে ফেলল মহারাষ্ট্র। সংবাদ মাধ্যম সূত্রের খবর, গত ৩০ মে অর্থাৎ বৃহস্পতিবার নাগপুরের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫৬ ডিগ্রি সেলসিয়াসে। বলার অপেক্ষা রাখে না, দেশের ইতিহাসে এটাই এখনও পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা। এবং পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা থেকে মাত্র ০.৭ ডিগ্রি কম।

শুধু গরম বললে ভুল বলা হবে গত প্রায় এক মাস ধরে কার্যত তপ্ত কড়াইয়ে পরিণত হয়েছে গোটা উত্তর ভারত। এই ভাজা পোড়া গরমে নাজেহাল অবস্থা দেশবাসীর। ‘টাইমস অফ ইন্ডিয়া’র রিপোর্ট অনুযায়ী, মৌসম ভবনের তরফ থেকে নাগপুরে ৪ টি অটোমেটিক ওয়েদার স্টেশন তৈরি করা হয়েছে। তার একটিতেই তাপমাত্রার পারদ ওঠে ৫৬ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, এখনও পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। ১৯১৩ সালের ১০ জুলাই এখানকার তাপমাত্রা পৌঁছেছিল ৫৬.৭ ডিগ্রিতে। অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা থেকে মাত্র ০.৭ ডিগ্রি পিছিয়ে ছিল নাগপুর। এর পাশাপাশি সোনেগাঁওয়ে ৫৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যদিও তাপমাত্রার এই রিপোর্ট একেবারে সঠিক বলে মানতে রাজি নন বিশেষজ্ঞরা। আঞ্চলিক আবহাওয়া দপ্তরের কর্তাদের দাবি, ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলেই অটোমেটিক ওয়েদার স্টেশনগুলির সেন্সরে গোলযোগ দেখা যাচ্ছে। ফলে তাপমাত্রার পারদ যা দেখাচ্ছে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকারও।

Advertisement

[আরও পড়ুন: ৫২.৩ ডিগ্রি! দেশের সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ল দিল্লি]

উল্লেখ্য, গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দিল্লিতে। সেখানকার মুঙ্গেশপুর এলাকার তাপমাত্রা পৌঁছেছিল ৫২.৯ ডিগ্রি সেলসিয়াসে। এই ঘটনার রিপোর্ট প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয় গোটা দেশে। তবে এই রিপোর্ট আদৌ সঠিক কিনা তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে ভয়াবহ এই তাপমাত্রার রেকর্ড ঠিক হোক বা ভুল। পূর্ব, উত্তর ও মধ্য ভারত যে প্রবল গরমে পুড়ছে তাতে কোনও সন্দেহ নেই। তীব্র গরমের প্রকোপে এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে।

[আরও পড়ুন: তীব্র দাবদাহে মৃত্যুমিছিল দেশজুড়ে, প্রাণ হারালেন অন্তত ৫৪]

গতকাল, বৃহস্পতিবার বিহারের (Bihar) ঔরঙ্গাবাদে দুঘণ্টায় প্রাণ হারান ১৬ জন। পরে আরও ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে। সব মিলিয়ে ঔরঙ্গাবাদে ১৭, আরাতে ৬, পাটনায় ১, গয়া ও রোহতাসে ৩ জন করে মারা গিয়েছেন। বক্সারে মৃত্যু হয়েছে ২ জনের। সব মিলিয়ে কেবল বিহারেই ২৪ ঘণ্টার মধ্যে ৩২ জনের প্রাণ গিয়েছে গরমের দাপটে। এদিকে ওড়িশার রাউরকেল্লায় দাবদাহে প্রাণ হারিয়েছেন ১০ জন। একই কারণে ঝাড়খণ্ডের পালামৌ ও রাজস্থানে ৫ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের সুলতানপুরে মৃত্যু হয়েছে ১ জনের। এর আগে বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা ৪০ বছরের এক ব্যক্তি দিল্লিতে হিট স্ট্রোকের শিকার হয়ে প্রাণ হারিয়েছিলেন। সব মিলিয়ে এবার তাপপ্রবাহে দেশের এই অংশে মৃত্যু হল ৫৪ জনের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement