Advertisement
Advertisement

কাটা হচ্ছে মহিলাদের বিনুনি, দুষ্কৃতীর খোঁজ দিলে ইনাম ৬ লক্ষ টাকা

কেন এ কাজ করা হচ্ছে?

Mysterious braid cutting incidents occurred in Kashmir, reward upto Rs6 lakh announced
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 2, 2017 1:35 pm
  • Updated:October 2, 2017 1:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্যজনকভাবে কেটে নেওয়া হচ্ছে মহিলাদের বিনুনি। আচমকাই মাথায় হাত দিয়ে তাঁরা খেয়াল করছেন, কেউ বা কারা নিপুণভাবে কেটে নিয়েছে তাঁদের বিনুনি। একের পর এক অভিযোগ পেয়ে নড়েচড়ে বসল কাশ্মীর পুলিশ। দুষ্কৃতীর খোঁজ দিলে ৬ লক্ষ টাকা পুরস্কারেরও ঘোষণা করা হল।

[  ‘উনি আমার থেকে বড় অভিনেতা’, মোদিকে বিদ্রুপ প্রকাশ রাজের ]

Advertisement

বিনুনি কাটার এ ঘটনা নতুন নয়। উত্তর ভারতের বহু মহিলা এই আতঙ্কের শিকার। তার মধ্যে কাশ্মীরেই ঘটেছে অন্তত ৫০টি ঘটনা। বিনুনি কাটার আতঙ্কে অনন্তনাগে সংঘর্ষও বাধে। তখন থেকেই দুষ্কৃতীদের ধরতে সক্রিয় পুলিশ। কিন্তু এখনও তাদের টিকির নাগাল মেলেনি। ফলে এবার ইনাম দ্বিগুণ করল কাশ্মীর পুলিশ। মহিলাদের অভিযোগ, একধরনের রাসায়নিক স্প্রে করা হচ্ছে। তার ফলে আচ্ছন্ন হয়ে পড়ছেন তাঁরা। সেই সুযোগেই কেটে নেওয়া হচ্ছে তাঁদের বিনুনি। বড় একটি চক্র এর পিছনে সক্রিয় বলেই অনুমান পুলিশের। আতঙ্কে প্রায় কাঁটা হয়ে আছেন মহিলারা। গুজবের জেরে এখানে ওখানে বিক্ষিপ্ত সংঘর্ষও বাধছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পেশাল টিম গঠন করেছে কাশ্মীর পুলিশ। চালু করা হয়েছে হেল্পলাইন। কেউ দু্ষ্কৃতীদের খোঁজ দিতে পারলে ও তা থেকে তাদের পাকড়াও করা গেলেই মিলবে ইনাম। তবে ঠিক কেন এ কাজ চালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা তা নিয়ে এখনও ধন্ধে পুলিশ। পুলিশের আশঙ্কা, বিনুনি কাটার ঘটনা পরোক্ষে হিংসা ছড়াতে পারে। এমনকী ভারত বিরোধিতায় উসকানি দিতেও এরকম কাজ করা হচ্ছে বলে অনুমান। বিশেষ তদন্তকারী দল তৈরি করে পুরো ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন দক্ষিণ কাশ্মীরের ডিআইজি।

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement