সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৫ দিন ধরে গ্রেপ্তারি এড়িয়ে অবশেষে আত্মসমর্পণ করেছেন খলিস্তানি নেতা অমৃতপাল সিং (Amritpal Singh)। কিন্তু ছেলের কার্যকলাপে নিজেকে গর্বিত বলে মনে করছেন অমৃতপালের মা বলবিন্দর কৌর। তাঁর মতে, প্রকৃত বীরের মতো পুলিশের হাতে ধরা দিয়েছেন অমৃতপাল। সেই সঙ্গে খলিস্তানি (Khalistani Leader) নেতার আদর্শকে যেন এগিয়ে নিয়ে যায় তাঁর অনুগামীরা, সেটাই আবেদন অমৃতপালের বাবা তারসেম সিংয়ের। অন্যদিকে, কড়া নিরাপত্তার মধ্যে ডিব্রুগড়ের জেলে নিয়ে আসা হয়েছে অমৃতপাল সিংকে।
দীর্ঘদিন ধরে অমৃতপালকে ধরতে তল্লাশি চালিয়েছে পুলিশ। একাধিক শহরে পালিয়ে বেড়ানোর পর অবশেষে রবিবার আত্মসমর্পণ করেন তিনি। এই খবর পেয়ে খলিস্তানি নেতার মা বলেন, “আমি গর্বিত কারণ আমার ছেলে বীরের মতো আত্মসমর্পণ করেছে। খবরে দেখেছি পুরো ঘটনাটা। তবে আমরাও এবার আইনি লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করছি। যত তাড়াতাড়ি সম্ভব অমৃতপালের সঙ্গে দেখা করব।”
ছেলের ‘কৃতিত্বে’ খুশি অমৃতপালের বাবাও। গ্রেপ্তারির খবর পেয়ে তিনি বলেন, “আমি চাই সিং সঙ্গত যেন আমার ছেলের আদর্শ এগিয়ে নিয়ে যায়। মাদকের বাড়বাড়ন্ত রুখতে আপ্রাণ চেষ্টা করেছে অমৃতপাল। এখনও প্রকৃত শিখের মতোই পোশাক পরে। যদিও বেশ কিছুদিন ধরেই পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না। তবে অমৃতপালের মতো অনেকেই পুলিশি হেনস্তার শিকার হয়েছে। সকলের প্রতি আমার সমর্থন রইল।”
রবিবার পুলিশকে খবর দেন অমৃতপাল নিজেই। পুলিশ সেখানে পৌঁছলে আত্মসমর্পণ করেন ‘মোস্ট ওয়ান্টেড’ খলিস্তানি (khalistani) নেতা। তিনদিন আগে লন্ডন পালাতে গিয়ে ধরা পড়েছিলেন অমৃতপালের স্ত্রী কিরণদীপ কউর। এরপরই আত্মসমর্পণ করলেন অমৃতপাল। আপাতত তাঁকে ডিব্রুগড় জেলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর সেলে নতুন করে সিসিটিভি বসানো হবে বলেও জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.