Advertisement
Advertisement
Maharashtra Assembly Election

মমতার স্বপ্নের লক্ষ্মীর ভাণ্ডারই ভরসা, মহারাষ্ট্রে জিততে ৫ গ্যারান্টি কংগ্রেস-শিব সেনা-এনসিপির

লক্ষ্মীর ভান্ডারের ধাঁচেই মহারাষ্ট্রে মহালক্ষ্মী যোজনার প্রতিশ্রুতি দিল বিরোধী জোট।

MVA announces 5 guarantees for Maharashtra Assembly Election
Published by: Anwesha Adhikary
  • Posted:November 6, 2024 11:50 pm
  • Updated:November 6, 2024 11:50 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের ধাঁচেই মহারাষ্ট্রে মহালক্ষ্মী যোজনার প্রতিশ্রুতি দিল বিরোধী মহাজোট। বুধবার মহা বিকাশ আঘাড়ির চার নেতা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রের আমজনতার জন্য ৫ গ্যারান্টির উল্লেখ করেছে জোট। তার মধ্যে অন্যতম মহালক্ষ্মী যোজনার আওতায় প্রত্যেক পরিবারের একজন মহিলাকে মাসিক ৩ হাজার টাকা দেওয়ার ‘গ্যারান্টি’।

সদ্যসমাপ্ত হরিয়ানার বিধানসভা নির্বাচনে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে মহিলাদের মাসিক ২০০০ টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করে কংগ্রেস। এছাড়াও ৬ হাজার টাকা করে বার্ধক্য ও বিধবা ভাতার কথাও ঘোষণা করা হয় হাত শিবিরের তরফে। তবে হরিয়ানায় আশা জাগিয়েও সরকার গঠন করতে পারেনি কংগ্রেস। এবার শিব সেনা (উদ্ধব শিবির) এবং এনসিপির (শরদ পওয়ার) সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রেও লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে নতুন প্রকল্পের প্রতিশ্রুতি দিল হাত শিবির।

Advertisement

বুধবার মহা বিকাশ আঘাড়ির মল্লিকার্জুন খাড়গে, শরদ পওয়ার, রাহুল গান্ধী এবং উদ্ধব ঠাকরে-সহ অন্যান্য নেতারা যৌথভাবে একটি সভা করেন। মহারাষ্ট্র স্বাভিমান সভার সেই মঞ্চ থেকেই নির্বাচনের ৫ প্রতিশ্রুতি প্রকাশ করেন চার নেতা। মহালক্ষ্মী প্রকল্পের আওতায় মাসিক ভাতার পাশাপাশি প্রত্যেক মহিলাকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করার সুবিধা দেওয়া হবে। এছাড়াও কৃষকদের ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে মহাজোট। পাশাপাশি বেকারদের জন্যও মাসিক ৪ হাজার ভাতার ঘোষণা করা হয়েছে। প্রত্যেক পরিবারের জন্য স্বাস্থ্যবিমা, বিনামূল্যে ওষুধের প্রতিশ্রুতি দিয়েছে জোট। সরকার গঠন করলে জাতিগত জনগণনাও করবে মহা বিকাশ আঘাড়ি।

নির্বাচনী প্রতিশ্রুতি প্রকাশ করে কংগ্রেস সভাপতি খাড়গে বলেন, “কংগ্রেস এবং ইন্ডিয়া জোট যা প্রতিশ্রুতি দেয় সেটা রক্ষা করে।” গত বিধানসভা নির্বাচনের জনাদেশ উপেক্ষা করে যেভাবে বিজেপি মহারাষ্ট্রে সরকার গঠন করেছে তার তীব্র নিন্দা করেন চার নেতা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement