সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুজাফ্ফরপুর হোম কাণ্ডে বিহারের প্রাক্তন সমাজকল্যাণ মন্ত্রী মঞ্জু ভার্মার বাড়িতে তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ শুক্রবার মন্ত্রীর পাটনার বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারীরা৷ এছাড়াও বিহারের চার জেলার আরও বারোটি স্থানে তল্লাশি চালান হয়৷ মুজাফ্ফরপুর হোম কাণ্ডে স্বামীর নাম জড়ানোয় ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন মন্ত্রী মঞ্জু ভার্মা৷ বিরোধীদের চাপের কাছে কার্যত মাথা নত করেছেন তিনি৷
[ফের পিছোল পঞ্চায়েত মামলার শুনানি]
অভিযোগ উঠেছে, ওই হোমের কিশোরীদের দিনের পর দিন যৌন হেনস্তার ঘটনায় মূল অভিযুক্তের সঙ্গে গভীর যোগাযোগ ছিল মঞ্জুদেবীর স্বামী চন্দ্রকান্ত ভার্মার৷ প্রায়ই ওই হোমে তাঁকে যাওয়া-আসা করতে দেখা গিয়েছে তাঁকে৷ এমনকি, নির্যাতিতা কিশোরীদের সঙ্গে সময় কাটাতেও দেখা যেত মন্ত্রীর স্বামীকে। হোম কাণ্ড ইতিমধ্যেই প্রেস বিবৃতি দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না৷ এরপরেই পদত্যাগের সিদ্ধান্ত নেন মন্ত্রী মঞ্জু ভার্মা। যদিও দল তাঁর পাশে রয়েছে বলেই জানান বিহারের বিজেপি নেতা গোপাল নারায়ণ সিং।
[রাষ্ট্রীয় স্মৃতিস্থলে শেষকৃত্য সম্পন্ন বাজপেয়ীর, পঞ্চভূতে বিলীন ভারতীয় রাজনীতির ‘অজাতশত্রু’]
প্রসঙ্গত, মুজাফ্ফরপুর হোমে অনাথ কিশোরীদের যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে বিহারের নেতা-মন্ত্রী ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এই খবর সামনে আসতেই ভাবমূর্তি রক্ষার্থে আসরে নামে বিহার সরকার। গঠিত হয় বিশেষ তদন্ত কমিটি৷ সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই চিহ্নিত করা হচ্ছে অভিযুক্তদের৷ সুযোগ বুঝে সুর চড়িয়েছেন বিরোধী দলের নেতারাও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.