Advertisement
Advertisement

গোমাংস পরিহার করুক মুসলিমরা, আবেদন শিয়া ওয়াকফ বোর্ড প্রধানের

কেন এমন কথা বললেন রিজভি?

Muslims should stop eating beef: Shia board chief
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 25, 2018 3:42 pm
  • Updated:July 25, 2018 3:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিমদের গোমাংস খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানালেন শিয়া ওয়াকফ বোর্ড-এর চেয়ারম্যান ওয়াসিম রিজভি৷ একই সঙ্গে গো-হত্যাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি৷

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিজভি বলেন, “মুসলিমদের উচিত গোমাংস ভক্ষণ বন্ধ করা৷ ইসলামে গোমাংস খাওয়া নিষিদ্ধ৷ এটি হারাম৷” গো-রক্ষকদের তাণ্ডব ও তা নিয়ে রাজনৈতিক তরজার প্রেক্ষিতে রিজভির মন্তব্যকে স্বাগত জানিয়েছেন অনেকেই৷ বিশ্লেষকদের একাংশের মতে, ব্যক্তি স্বাধীনতার নামে সংখ্যাগরিষ্ঠদের ভাবাবেগে আঘাত দেওয়া মোটেই উচিত নয়৷ যে দেশে গরুকে মাতৃজ্ঞানে পূজা করেন কয়েক কোটি মানুষ সেখানে গোহত্যা কখনই কাম্য হতে পারে না৷

এদিকে দেশে ক্রমশই বাড়ছে গোরক্ষার নামে তাণ্ডব৷ স্বঘোষিত গোরক্ষকদের হামলায় প্রাণ হারিয়েছেন একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ৷ যা নিয়ে দেশজুড়ে বয়ে গিয়েছে নিন্দার ঝড়৷ পাশাপাশি চলছে রাজনৈতিক তরজা৷ এই বিষয়ে প্রশ্ন করা হলে রিজভি জানান, সবাইকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়৷ কিছু বিক্ষিপ্ত ঘটনা মানেই সার্বিক পরিস্থিতির অবনতি নয়৷ তবে যারা গোহত্যা করে তাদের কড়া সাজা হওয়া উচিত৷ কথা প্রসঙ্গে এদিন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের মন্তব্যকে সমর্থন করেন উত্তরপ্রদেশ শিয়া বোর্ডের প্রধান রিজভি৷ তাঁর মতে, ওই মন্তব্যের নেপথ্যে যথেষ্ট যুক্তি রয়েছে৷ গোহত্যা বন্ধ করলেই গণপিটুনির মতো ঘটনা থেমে যাবে৷

উল্লেখ্য, যথেষ্ট মুক্তমনা বলেই সুনাম রয়েছে রিজভির৷ আগেও রাম মন্দির নির্মাণে সমর্থন জানিয়েছেন তিনি৷ এমনকী উত্তরপ্রদেশে রামের মূর্তি অন্য রুপোর তিরও দান করেছে শিয়া ওয়াকফ বোর্ড৷ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য উভয় সম্প্রদায়ের কাছে আবেদনও জানিয়েছেন তিনি৷ তবে আরএসএস নেতাকে সমর্থন করায় তৈরি হয়েছে বিতর্কও৷          

                                     [নির্বাচন চলাকালীন বালোচিস্তানে ফিদায়েঁ হামলা, মৃত অন্তত ২৫]

                                                                          

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement