সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় অনায়াসেই পাশ হয়েছে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯ (ক্যাব)। বুধবার রাজ্যসভায় পেশ হল এই বিল। আর তার জেরে তুমুল হই-হট্টগোল সংসদের উচ্চকক্ষে। রাজ্যসভায় এই বিল পাশ করানোই বড় চ্যালেঞ্জ অমিত শাহের কাছে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখতে উঠে শুরু থেকেই বিরোধীদের কটাক্ষ করেন। তিনি বলেন, ‘আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে। এই বিলের মাধ্যমে সেই সমস্ত নিপীড়িত শরণার্থীদের তাঁদের অধিকার দেওয়া হবে।’ এরপরই বিরোধীদের প্রশ্নের জবাবে তাঁর আশ্বাস, ‘মুসলিমরা এদেশে সুরক্ষিত থাকবেন। তাঁরা এদেশের নাগরিক ছিলেন এবং থাকবেন। কোনও মুসলিমের শঙ্কার কোনও কারণ নেই। মোদি সরকারের নেতৃত্বে এদেশের মুসলিমরা নিরাপদ। যা রটানো হচ্ছে তা ঠিক নয়।’
যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে চিড়ে ভিজবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিরোধীরা। এই বিল নিয়ে বিজেপিকে আক্রমণ করে কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা বলেন, ‘এই বিল ভারতের আত্মার উপর আঘাত। কেন বিজেপি এই বিল নিয়ে তাড়াহুড়ো করছে।’ ধর্মের ভিত্তিতে দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করায় অমিত শাপকে তোপ দাগেন আনন্দ শর্মা। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ভুল ইতিহাস জানেন। দেশভাগের জন্য হিন্দু মহাসভা ও মুসলিম লিগকে কাঠগড়ায় তুলেছেন কংগ্রেস নেতা। হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা বীর সাভারকরই দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা।
বিজেপিকে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেসও। নোট বাতিলের কথা তুলে ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘আপনারা আশ্বাস দিলেও, সিএবি নিয়ে আশঙ্কার কারণ আছে। কারণ, নোটবন্দির সময়েও আপনি আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কী হয়েছে তা সবাই জানে।’ তিনি আরও বলেন, ‘গণতন্ত্র থেকে এখন আমরা স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে চলেছি আমরা। নাগরিক সংশোধনী বিলের বিষয়বস্তু নাৎসিদের থেকে ধার নেওয়া। দেশে এখন সংখ্যাগুরু বনাম নীতিবোধের লড়াই। সরকারের এই প্রচেষ্টার বিরুদ্ধে আন্দোলনে নামবে সাধারণ মানুষ।’
Derek O Brien,TMC in Rajya Sabha: I read that PM said this will be written in golden letters.I will tell you where it will be written,it will be written on grave of the father of the nation, but which father of the nation? In Karachi, on Jinnah’s grave. #CitizenshipAmendmentBill pic.twitter.com/tIKL8pIuP4
— ANI (@ANI) December 11, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.