ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদিবাসী কিশোরীকে ভাল লেগে যায়৷ ধীরে ধীরে সম্পর্ক গভীর হতে থাকে৷ ঘনিষ্ঠতা বাড়তে থাকে৷ বছর সতেরোর মুসলিম কিশোর ঠিক করে বুঝেও উঠতে পারেনি কবে যেন আদিবাসী কিশোরীর সঙ্গে একাত্ম হয়ে গিয়েছে৷ দুজনে সবেমাত্র একসঙ্গে পথচলার স্বপ্ন দেখতে শুরু করেছে৷ তার মাঝেই ছন্দপতন৷ ধর্মের বেড়াজাল না মেনে প্রেম করার জেরে ওই কিশোরকে মারধর করে খুন করার অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে৷ নৃশংস ঘটনার সাক্ষী গুজরাটের আঙ্কলেশ্বরের ঝাগারিয়ার তেহশিল৷
বছর সতেরোর ফৈয়াজ গত বুধবার পাঁচ বন্ধুর সঙ্গে আঙ্কলেশ্বর গিয়েছিল৷ দীর্ঘক্ষণ কেটে গেলেও বাড়ি ফিরছে না দেখে ফৈয়াজকে ফোন করেন তাঁর মা৷ ফৈয়াজ ফোনে জানায় সে বর্তমানে বোরিদ্রাতে রয়েছে৷ মাকে ঘটনাস্থলে এসে নিয়ে যাওয়ার কথাও বলে৷ ফৈয়াজের মা তড়িঘড়ি গোটা বিষয়টি বাবাকে জানান৷ কিশোরের বাবা ঘটনাস্থলে গিয়ে দেখেন ছেলে রাস্তায় লুটিয়ে পড়ে রয়েছে৷ সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে৷ সুরাটের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি৷ চিকিৎসকরা জানিয়েছেন, বেধড়ক গণপিটুনির জেরে এই অবস্থা হয়েছে ফৈয়াজের৷ গণপিটুনিতে তার লিভার ক্ষতিগ্রস্ত হয়৷ ভেঙে গিয়েছে পাঁজর এবং হাত-পা৷
তবে এই ঘটনাকে ধর্মের বেড়াজাল না মেনে প্রেমের জেরে খুন বলে মানতে রাজি নন ফৈয়াজের বাবা-মা। পরিবর্তে কী কারণে খুন করা হল কিশোরকে তা বুঝতে পারছেন না তার অভিভাবকেরা৷ কারা আদৌ ওই কিশোরকে খুন করল, তাও জানা নেই তাঁদের৷ ছেলের খুনিদের কড়া শাস্তির দাবিও জানান ফৈয়াজের বাবা-মা৷ এই ঘটনায় আঙ্কলেশ্বর থানায় মামলা রুজু হয়েছে৷ আঙ্কলেশ্বরের পুলিশ আধিকারিক এল এ ঝালা ঘটনার কথা জানিয়ে বলেন, ‘‘একটি মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যেই আমরা এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছি৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.