Advertisement
Advertisement

রাম মন্দির তৈরিতে সমর্থন, পোড়ানো হল মুসলিম মহিলার বাড়ি

ঘটনাস্থল থেকে হুমকি চিঠি উদ্ধার হয়েছে বলেও দাবি মহিলার।

Muslim woman's house set fire for supporting Ram Temple
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 18, 2018 7:34 am
  • Updated:January 18, 2018 7:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাম মন্দির নির্মাণে সমর্থন জানিয়েছিলেন এক মুসলিম মহিলা। সেই অপরাধেই দুষ্কৃতীরা তাঁর বাড়ি জ্বালিয়ে দিল বলে অভিযোগ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের হাপুরে।

[১০ টাকার কয়েন লেনদেনে অস্বীকার করলে পড়তে হবে কড়া সাজার মুখে]

মুসলিম মহিলা নির্যাতন বিরোধী সেলের প্রধান ইকরা চৌধুরি অযোধ্যায় রাম মন্দির তৈরির পক্ষে সওয়াল করেছিলেন। আর এতেই তিনি মুসলিম সম্প্রদায়ের একাংশের বিরাগভাজন হন। ইকরার অভিযোগ, গত ৬ ডিসেম্বর রাম মন্দির নিয়ে একটি লিখিত সুপারিশ জেলাশাসকের কাছে জমা দিয়েছিলেন তিনি। তারপর থেকেই অনেকদিন ধরে এক দল দুষ্কৃতী তাঁকে এসব বিষয় থেকে দূরে থাকার হুমকি দিচ্ছিল। রাম মন্দির নিয়ে যেন তিনি প্রকাশ্যে কোনও মন্তব্য না রাখেন, সে বিষয়েও সতর্ক করা হয়েছিল। শুধু তাই নয়, হাপুর ছেড়ে চলে যাওয়ারও হুমকি দেওয়া হয় তাঁকে। ইকরা জানাচ্ছেন, প্রতি মুহূর্তে প্রাণ হারানোর ভয় তাড়া করে বেড়াচ্ছিল তাঁকে। অর্থাৎ যোগীর রাজ্যেই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন মুসলিম মহিলা।

Advertisement

[নাগরিক অধিকারের মৃত্যু ঘটাবে আধার, সুপ্রিম কোর্টে দাবি আইনজীবীর]

দুষ্কৃতীদের হুমকিই সোমবার হিংসার রূপ নেয়। ইকরার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পাশাপাশি ঘটনাস্থল থেকে হিন্দিতে লেখা একটি চিঠিও উদ্ধার করেছেও। যেখানে ইকরার উদ্দেশে কড়া ভাষায় লেখা, “এবার রামকে ডাকো তোমায় রক্ষা করার জন্য।” আর এতেই অনেকখানি স্পষ্ট তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার নেপথ্যে কাদের হাত রয়েছে। চিঠিটিও পুলিশের কাছে জমা দিয়েছেন ইকরা বলে খবর। হাপুর থানার ডিএসপি রাজেশ কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ইকরা কোনও হুমকির চিঠি জমা করেননি বলেই জানাচ্ছেন তিনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement