Advertisement
Advertisement
Ayodhya

হিন্দু নই তো কী! দেড় হাজার কিমি পায়ে হেঁটে অযোধ্যায় রামভক্ত শবনম

প্রতিদিন ২৫ থেকে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন শবনম।

Muslim woman takes 1425 km journey on foot to reach Ayodhya | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:December 28, 2023 5:18 pm
  • Updated:December 28, 2023 5:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামের উপাসনা করার জন্য হিন্দু হওয়ার প্রয়োজন নেই। ভালো মানুষ হলেই রামের ভক্ত হওয়া যায়। তাই মুম্বই (Mumbai) থেকে পায়ে হেঁটে অযোধ্যা (Ayodhya) পর্যন্ত যাত্রা শুরু করেছেন শবনম। মোট ১৪২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রামমন্দির পৌঁছবেন তিনি। সোশাল মিডিয়ায় লাগাতার কটাক্ষের শিকার হলেও দমে থাকেননি। গেরুয়া পতাকা হাতে নিয়ে অযোধ্যার পথে এগিয়ে চলেছেন মুসলিম তরুণী। হিজাবে মাথা ঢেকেই যাত্রা চালিয়ে যাচ্ছেন শবনম।

কেন হঠাৎ এই যাত্রায় শামিল হলেন? শবনমের অকপট উত্তর, “ভগবান রাম সকলেরই। জাত বা ধর্মের ভেদাভেদ করে তাঁর ভাগ করা যায় না।” মুসলিম তরুণীর বিশ্বাস, রামের উপাসনা করতে গেলে সমস্ত সীমানা তুচ্ছ হয়ে যায়। শুধু হিন্দুরাই রামের ভক্ত হতে পারেন, এমনটা মোটেও নয়। ভালো মানুষ হলেই রামের আরাধনা করা যেতে পারে। সেই জন্যই রমন রাজ শর্মা ও বিনীত পাণ্ডের সঙ্গে পায়ে হেঁটে অযোধ্যা যাত্রায় বেরিয়ে পড়েছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে হেফাজতে চেয়ে পাকিস্তানকে চিঠি ভারতের!]

ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তিন পুণ্যার্থীর যাত্রার খবর। যাত্রাপথে নানা সমস্যায় পড়লেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পুলিশ থেকে সাধারণ মানুষ। খাবারের ব্যবস্থা থেকে মাথা গোঁজার ঠাঁই-সব কিছুই করে দিয়েছে পুলিশ। জয় শ্রীরাম ধ্বনিতে শবনমকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। মুসলিম জনতার অনেকেই খুশি হয়েছেন এই যাত্রায়। তাঁদের উৎসাহেই গেরুয়া পতাকা হাতে যাত্রাপথে এগিয়ে যাচ্ছেন শবনম।

প্রতিদিন ২৫ থেকে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন শবনম ও তাঁর দুই সঙ্গী। আপাতত মধ্যপ্রদেশ পর্যন্ত পৌঁছেছেন তাঁরা। আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। তার আগে অযোধ্যায় পৌঁছতে পারবেন? শবনমের উত্তর, কোনও নির্দিষ্ট দিনের কথা মাথায় রেখে যাত্রা শুরু করেননি তিনি। ধর্মের গণ্ডি পেরিয়েও যে ভক্তি রাখা যায়, এই যাত্রার মাধ্যমে সেটাই তুলে ধরতে চান মুসলিম তরুণী।

[আরও পড়ুন: ফাঁসি রদ কাতারে বন্দি ৮ ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্মীর!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement