Advertisement
Advertisement
Karnataka

পাশাপাশি বসার খেসারত! দলিত হিন্দু যুবক ও মুসলিম যুবতীকে বেধড়ক মার কর্নাটকে

সরকারি প্রকল্পে আবেদন করতে গিয়ে হেনস্তার শিকার তরুণ-তরুণী।

Muslim woman and Dalit man attacked in Karnataka for sitting together | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 7, 2024 4:47 pm
  • Updated:January 7, 2024 4:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাশাপাশি বসে ছিলেন। তার খেসারত দিতে হল এক দলিত যুবক ও মুসলিম তরুণীকে। রড আর পাইপ দিয়ে বেধড়ক পেটানো হল দুজনকে। তাঁদের ফোন, সমস্ত টাকাও কেড়ে নিয়েছে দুষ্কৃতীরা। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) বেলাগাভিতে। একটি সরকারি প্রকল্পে আবেদন করতে গিয়েছিলেন দুজনে। সেখানেই হেনস্তার শিকার দুই তরুণ-তরুণী।

জানা গিয়েছে, আক্রান্তদের নাম শচীন লামানি ও মুসকান প্যাটেল। তাঁদের বয়স যথাক্রমে ১৮ আর ২২ বছর। কর্নাটকের যুবা নিধি প্রকল্পে আবেদন করতে গিয়েছিলেন দুজনে। তখন আধিকারিকরা দুপুরের খাবার খাচ্ছিলেন বলে অপেক্ষা করতে বলা হয় তাঁদের। তাই একটি লেকের ধারে বসেছিলেন। সেই সময়েই একদল দুষ্কৃতীদের কবলে পড়েন দুজনে। মদ্যপ অবস্থায় রড দিয়ে শচীন ও মুসকানকে মারধর করে দুষ্কৃতীরা।

Advertisement

[আরও পড়ুন: ‘ভারতের সৈকত নোংরা’, মালদ্বীপের মন্ত্রীর মন্তব্যে বিতর্ক, নেটদুনিয়ায় ট্রেন্ডিং বয়কট মালদ্বীপ]

শচীন জানান, শনিবার দুপুরে তাঁদের বসে থাকতে দেখে নাম জিজ্ঞাসা করে একদল ব্যক্তি। দুজনের ধর্মের কথা জানতেই মারধর শুরু করে তারা। কেড়ে নেওয়া হয় তাদের মোবাইল। শচীনের কাছে থাকা ৭ হাজার টাকাও ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। আক্রান্ত দুজনকে উদ্ধার করার বদলে দুষ্কৃতীদের সঙ্গে যোগ দেন আরও অনেকে। আলাদা দুটি ঘরে নিয়ে গিয়ে শচীন ও মুসকানকে বেধড়ক মারধর করা হয়।

মোট ১৩ জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন শচীন। তাঁর অভিযোগ, “ওরা জিজ্ঞেস করল মুসলিম তরুণীর সঙ্গে বসে আছ কেন? আমি বলেছিলাম ও আমার আত্মীয় হয়। কিন্তু কোনও কথাই শোনা হয়নি। উলটে আমাদের ফোন, টাকা সবই কেড়ে নিয়েছে।” পুলিশ সূত্রে খবর, দুজনকে হেনস্তার অভিযোগে আপাতত ৯ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

[আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণ করে নতুন বছর উদযাপন! ধৃত চা বিক্রেতা, মহিলা ও তিন কিশোর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement