Advertisement
Advertisement

Breaking News

প্রয়াত হিন্দু বন্ধুর দুই সন্তানকে দত্তক নিলেন মুসলিম পাইলট

মৃত্যুশয্যায় বন্ধুকে দেওয়া কথা রাখলেন মহম্মদ শাহনওয়াজ জাহির৷

Muslim Pilot adopts kids of his Hindu Friend
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2016 12:57 pm
  • Updated:December 11, 2016 12:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সহ্য যখন চারদিকে অসহ্য হয়ে উঠছে৷ তখন মানবিকতাকে নতুন করে অক্সিজেন জোগালেন মহম্মদ শাহনওয়াজ জাহির৷ প্রয়াত বন্ধু প্রবীন দয়ালকে মৃত্যুশয্যায় দেওয়া কথা রাখলেন তিনি৷ তাঁর দুই যমজ সন্তান আয়ুষ ও প্রার্থনাকে দত্তক নিলেন বাণিজ্যিক বিমানের পাইলট৷

বন্ধুর কথা রাখতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে জাহিরকে৷ কারণ একটাই তিনি মুসলিম সম্প্রদায়ের এবং বন্ধু প্রবীন হিন্দু৷ এই জন্যই আপত্তি তুলেছিলেন প্রবীনের কিছু আত্মীয়৷ প্রবীনের যাবতীয় সম্পত্তির দাবি জানিয়েছিলেন তাঁরা৷ এর বিরুদ্ধেই দিল্লি হাই কোর্টে হিন্দু মাইনোরিটি অ্যান্ড গার্ডিয়ানশিপ অ্যাক্টে মামলা করেন জাহির৷

Advertisement

২০১২ সালে মৃত্যু হয় প্রবীন ও তাঁর স্ত্রীর৷ তারপর থেকে দয়াল পরিবারের বিশস্ত এক ড্রাইভারের কাছে ছিল প্রবীনের দুই সন্তান৷ আর জাহির জোগাড় করে বেড়াচ্ছিলেন নিজের স্বপক্ষে যুক্তি৷ এর জন্য দয়ালের ভাইয়ের কাছ থেকে অনুমতিপত্র নেন তিনি৷ কথা বলেন দুই শিশুর লন্ডনে অবস্থিত মামাবাড়িতেও৷ আয়ুষ ও প্রার্থনার দায়িত্ব নিতে অপারগ, জানিয়ে দেন তাঁরাও৷ এরপরই হাই কোর্ট জাহিরের পক্ষে রায় দেয়৷ এর জন্য জাহিরকে এক কোটি টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে রাখতে হয়েছে৷ আর প্রবীনের সমস্ত সম্পত্তি ট্রাস্টে দান করা হয়েছে৷

আয়ুষ ও প্রার্থনার দায়িত্ব পেয়ে বেজায় খুশি জাহির ও তাঁর পরিবার৷ এবার তাঁর পরিবার সম্পূর্ণ হল৷ বাচ্চাদের পাসপোর্টটা এবার হয়ে যাবে৷ সবাই মিলে বিদেশে ঘুরতে যেতে পারবেন, জানালেন জাহির৷ বাচ্চারা হিন্দু রীতিনীতি মেনেই বড় হোক, চান তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement