Advertisement
Advertisement

প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জেহাদে শামিল মুসলিম নেতারাও

বিদেশের মাটিতে ভারতীয় মুসলিমদের স্বচ্ছ ভাবমূর্তি আছে বলেও জানান প্রধানমন্ত্রীও।

Muslim leaders with PM in Fight against Corruption
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 20, 2017 3:43 pm
  • Updated:January 20, 2017 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের দুর্নীতি দূর করতে প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, তাকে পূর্ণ সমর্থন জানালেন দেশের মুসলিম নেতা ও বিশিষ্টরাও। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আজ এ কথাই জানিয়ে দিলেন তাঁরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি ও এম জে আকবর।

নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে নানা সমালোচনার শিকার হয়েছেন প্রধানমন্ত্রী। তবে এদিন মুসলিম নেতারাও তাঁকে জানিয়ে দিলেন, তাঁর সিদ্ধান্তে পূর্ণ সমর্থন আছে দেশের সংখ্যালঘু সম্প্রদায়েরও। দুর্নীতি হঠানোর এই পদক্ষেপ যে দেশের গরীবদের জন্য ভাল হবে, এমনটাই তাঁরা জানালেন প্রধানমন্ত্রীকে। বৃহস্পতিবার ইসলামিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীও বিশেষ কিছু বার্তা দেন। দেশে বাড়তে থাকা অস্থিরতাকে তরুণ সম্প্রদায় সফলভাবে নিয়ন্ত্রণ করেছে এবং তা দেশের সমৃদ্ধশালী ঐতিহ্যের জন্যই সম্ভব হয়েছে। এদিন প্রধানমন্ত্রীকে মুসলিম বিশিষ্টরাও জানান, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে পাশে আছেন তাঁরাও। বিদেশের মাটিতে ভারতীয় মুসলিমদের স্বচ্ছ ভাবমূর্তি আছে বলেও জানান প্রধানমন্ত্রীও।

Advertisement

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement