Advertisement
Advertisement

Breaking News

Muslim couple

হিন্দু মেয়ের সঙ্গে প্রেম ছেলের, উত্তরপ্রদেশে পিটিয়ে মেরে ফেলা হল মুসলিম দম্পতিকে

৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Muslim couple beaten to death over son's affair with hindu girl In UP | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Subhajit Mandal
  • Posted:August 20, 2023 11:09 am
  • Updated:August 20, 2023 11:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছেলের। স্রেফ সেই অপরাধে উত্তরপ্রদেশের সীতাপুরে পিটিয়ে মেরে ফেলা হল মুসলিম দম্পতিকে। অভিযুক্ত ছেলের প্রেমিকার বাবা ও তাঁর প্রতিবেশীরা।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সীতাপুরের বাসিন্দা প্রৌঢ় আব্বাস এবং তাঁর স্ত্রী কামরুল নিশা। অভিযোগ, গত শুক্রবার আব্বাস এবং নিশার উপর চড়াও হয় তাঁদেরই প্রতিবেশী কয়েকজন। ব্যাপক মারধর করা হয় তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দম্পতির। অভিযুক্তরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালায়। যদিও পরে সীতাপুর ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আরও দু’জনের খোঁজ চলছে।

Advertisement

[আরও পড়ুন: যাত্রীবোঝাই বাস জ্বলে উঠল দাউদাউ করে, পাকিস্তানে দুর্ঘটনায় মৃত অন্তত ১৬]

পুলিশ জানিয়েছে, ওই দম্পতির ছেলের সঙ্গে পাশের প্রতিবেশী এক হিন্দু তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ২০২০ সালে একবার ওই তরুণীকে নিয়ে পালিয়েও যায় মৃত আব্বাসের ছেলে। সেসময় ওই তরুণী নাবালিকে ছিলেন। ফলে আব্বাসের ছেলের বিরুদ্ধে মামলা করে ওই তরুণীর পরিবার। তাঁকে গ্রেপ্তার করে জেলেও পাঠায় পুলিশ। সদ্যই মৃত প্রৌঢ়ের ছেলে জেল থেকে ছাড়া পেয়েছে।

[আরও পড়ুন: ‘ক্যাম্পাসে মদ্যপান করা আমার অধিকার’, যাদবপুরের ছাত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়]

স্থানীয়রা জানাচ্ছে, ওই তরুণীর পরিবারের আশঙ্কা ছিল, আব্বাসের ছেলে ফের তাঁদের মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারে। সেই আশঙ্কা থেকে ওই যুবককে ভয় দেখানোর লক্ষ্যেই তাঁর বাবা-মায়ের উপর হামলা চালায় অভিযুক্তরা। কিন্তু মারের চোটে তাঁদের মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে ওই তরুণীর বাবা-সহ পাঁচ অভিযুক্ত পালিয়ে যায়। যদিও পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement