Advertisement
Advertisement
অযোধ্যা

সুপ্রিম নির্দেশে ৫ একর জমি কি গ্রহণ করা হবে? বৈঠকে সিদ্ধান্ত নেবে সুন্নি ওয়াকফ বোর্ড

জমি গ্রহণ নিয়ে ভিন্ন মত ওয়াকফ বোর্ডের সদস্যদের।

Muslim Body Chief says, they are yet to decide on accepting five-acre land
Published by: Sulaya Singha
  • Posted:November 10, 2019 6:08 pm
  • Updated:November 10, 2019 6:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমিতে রাম মন্দির তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরই জল্পনা শুরু হয় বাবরি মসজিদের পক্ষে থাকা সুন্নি ওয়াকফ বোর্ড এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করবে কি না। যদিও শনিবার বিকেলেই সেই জল্পনায় জল ঢেলে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জাফর আহমেদ ফারুকি জানিয়ে দেন, দেশের সর্বোচ্চ আদালতের রায়কেই সম্মান দিচ্ছেন তাঁরা। তাই কোনও রিভিউ আবেদন জানানো হবে না। তবে শীর্ষ আদালতের নির্দেশ মতো কেন্দ্রর পক্ষ থেকে পাঁচ একর জমি নেওয়া নিয়ে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ রবিবার সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড জানিয়েছে, কেন্দ্রের দেওয়া জমি গ্রহণ করে সেখানে মসজিদ তৈরি হবে কি না, তা তারা ভেবে দেখবে।

[আরও পড়ুন: ফলপ্রসূ দীর্ঘদিনের লড়াই, অযোধ্যা মামলার রায় শুনে যেতে পারলেন না সুষমা-বাজপেয়ীরা]

এদিন উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জাফর ফারুকি বলেন, “আগামী ২৬ নভেম্বর বোর্ডের সাধারণ সভার বৈঠক হতে পারে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা মসজিদ তৈরির জন্য পাঁচ একর জমি নেব কি না। কারণ এ নিয়ে অনেকের দ্বিমত রয়েছে। তবে আমার মনে হয় ইতিবাচক কথোপকথনেই নেতিবাচক ভাবনা দূর করা সম্ভব। প্রথমে ঠিক ছিল, বৈঠকটি হবে ১৩ নভেম্বর। তবে পরে তা স্থগিত করে দেওয়া হয়। এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২৬ তারিখ হবে বৈঠক।” যদিও তিনি এ বিষয়ে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকতে চান না। তবে নিজের স্পষ্ট মতামত তুলে ধরতে আগ্রহী তিনি।

Advertisement

তবে শুধু জমি গ্রহণই নয়, সেখানে শুধু মসজিদই হবে কি না, তা নিয়েও ভিন্ন মতামত রয়েছে ওয়াকফ বোর্ডের সদস্যদের। চেয়ারম্যান জানিয়েছেন, অনেকেই চান, সুপ্রিম নির্দেশে জমি নেওয়া হোক। আর সেখানে মসজিদের পাশাপাশি তৈরি হোক একটি শিক্ষা প্রতিষ্ঠানও। পুরোটাই ঠিক করা হবে ২৬ নভেম্বরের বৈঠকে। আর যদি জমি নেওয়ার সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে তা কীভাবে কোন পরিস্থিতিতে নেওয়া হবে, সেটাও ঠিক করা হবে বলে জানান ফারুকি।

[আরও পড়ুন: ‘রিভিউ পিটিশন দাখিল করব না’, সুপ্রিম নির্দেশকেই স্বাগত জানালেন সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement