সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলফি তুলেই পুলিশের জালে ধরা পড়ল মণিকা ঘুর্দের খুনি৷ শেষ পর্যন্ত বেঙ্গালুরু থেকে তাকে আটক করা হয়৷ ২২ বছরের এই যুবক সেলফি তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করতেই তার সন্ধান পেয়ে যায় পুলিশ৷ তারপরই তাকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে৷
প্রসঙ্গত, গত বুধবার মণিকা ঘুর্দে নামের এক খ্যাতনামা সুগন্ধি ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় গোয়ায় তাঁর নিজের ফ্ল্যাট থেকে৷ সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ৷ রাতে তাঁর এক বান্ধবী ফ্ল্যাটে ফিরে এই দৃশ্য দেখেন৷ মণিকা দেবীর পরনে কোনও পোশাক ছিল না৷ এবং তাঁর হাতও বাঁধা ছিল খাটের সঙ্গে৷ ওই বান্ধবীই পুলিশকে খবর দেন৷ পুলিশের অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে মণিকা দেবীকে৷
এই ঘটনায় ওই এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ প্রাথমিক তদন্তের পরই পুলিশ জানতে পারে ঘটনার পর থেকেই ফেরার মনিকার আবাসনের নিরাপত্তারক্ষী৷ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে ওই নিরাপত্তারক্ষীর তথ্য জোগার করে তদন্তকারী দল৷ ইতিমধ্যেই পুলিশ জানতে পারে, মণিকা দেবীর এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলা হয়েছে৷ সেই সূত্র ধরেই পুলিশ তদন্ত শুরু করে৷
পুলিশ সূত্রের খবর, রাজকুমার নামের ওই ২২ বছরের পাঞ্জাবি যুবক সম্প্রতি ওই আবাসনে কাজে ঢুকেছিল৷ পুলিশের সন্দেহের তালিকায় তার নাম ছিলই৷ ফলে তার সমস্ত খোঁজ রাখছিল পুলিশ৷ ঘটনার পর থেকেই তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ এমনকি, সোশ্যাল নেটওয়ার্কেও কোনও আপডেট ছিল না৷ কিন্ত গতকাল একটি দোকানের সামনে সেলফি তুলে সাইটে আপলোড করে সে৷ সেখান থেকেই পুলিশ জানতে পারে আপাতত বেঙ্গালুরুতে গা ঢাকা দিয়েছে ওই যুবক৷ এবং প্রায় ৪০টি লজে ঘুরে শেষপর্যন্ত পুলিশ তাকে ধরতে পারে৷
জানা যাচ্ছে, পুলিশি জেরায় রাজকুমার অভিযোগ স্বীকার করে নিয়েছে৷ পুলিশকে নিজেই জানিয়েছে ঘটনার দিন রাতে তিনি ফ্ল্যাটে ঢুকে ছিল৷ সেইসময় ঘুমিয়ে ছিলেন মণিকা৷ তখনই রাজকুমার তার হাত বেঁধে দেয় খাটে এবং ধর্ষণ করে তাকে৷ তারপর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করে সে৷ অভিযুক্ত আরও জানিয়েছে, এই ঘটনা পূর্ব পরিকল্পিত৷ বেশ কয়েকদিন ধরেই প্ল্যান করেছিল রাজকুমার৷ তারপরই সেই পরিকল্পনামাফিক কাজ করে সে৷
পুলিশ জানিয়েছে, রাজকুমারকে গ্রেফতার করা হয়েছে৷ সোমবার সকালেই তাকে গোয়ায় নিয়ে আসা হবে৷ কিন্তু এখনও তদন্ত করে দেখা হচ্ছে রাজকুমারের সঙ্গে এই ঘটনায় আর কেউ জড়িয়ে আছে কিনা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.