Advertisement
Advertisement

Breaking News

কর্তারপুর করিডর

‘প্রধানমন্ত্রী মোদিকে মুন্নাভাইয়ের স্টাইলে জড়িয়ে ধরতে চাই’, বলছেন সিধু

কর্তারপুর করিডরের উদ্বোধনের জন্য ইমরান খানেরও প্রশংসা করেন এই কংগ্রেস নেতা।

ফাইল ছবি

Published by: Soumya Mukherjee
  • Posted:November 9, 2019 8:22 pm
  • Updated:November 9, 2019 8:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্তারপুর করিডর চালু হওয়ার জন্য নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু। ধন্যবাদ জানানোর জন্য মুন্নাভাই এমবিবিএস সিনেমার সঞ্জয় দত্তের স্টাইলে তিনি প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চান বলেও মন্তব্য করেন। শনিবার গুরদাসপুরের ডেরা বাবা নানক এলাকায় কর্তারপুর যাওয়ার চেকপোস্ট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই শিখ পুণ্যার্থীদের প্রথম দল পাকিস্তানের কর্তারপুরে প্রবেশ করে। এই দলে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দার সিংও। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে সাড়া দিয়ে এই দলের সঙ্গে আজ পাকিস্তানে প্রবেশ করেন সিধু।

[আরও পড়ুন: কে এই রামলালা? কোন যুক্তিতে বিতর্কিত জমির মালিকানা পেল রাম জন্মভূমি ন্যাস?]

কর্তারপুরে পৌঁছনোর পর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদি ও ইমরান খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন পাঞ্জাবের কংগ্রেস নেতা। শিখ সম্প্রদায়ের মানুষের অনুভূতিকে সম্মান জানানোর জন্য দু’জনকেই ধন্যবাদ জানান। মোদির প্রশংসা করে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাতে চাই। এর জন্য আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও কোনও সমস্যা নেই। আমার জীবন গান্ধী পরিবারের জন্য উৎসর্গকৃত। তাতেও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোয় কোনও বাধা আসবে না। কর্তারপুর করিডরের জন্য আমি আপনাকে মুন্নাভাই এমবিবিএসের স্টাইলে জড়িয়ে চাই মোদি সাহেব।’

Advertisement

[আরও পড়ুন:বার্লিনে পাঁচিল ভাঙার দিনেই নতুন করে ঐক্যের নজির ভারতে, অযোধ্যা নিয়ে বললেন মোদি]

নরেন্দ্র মোদির পাশাপাশি এই ঐতিহাসিক ঘটনার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে মনের রাজা বলেও অভিহিত করেন সিধু। বলেন, ‘আলেকজান্ডার ভয় দেখিয়ে বিশ্ব জয় করেছিলেন। কিন্তু আমার বন্ধু ইমরান খানকে একথা বলতে চাই, আপনি গোটা বিশ্বের মন জয় করেছেন। দেশভাগের সময় পাঞ্জাবের দুই প্রান্তে প্রচুর রক্ত ঝরেছে। কিন্তু, মিস্টার খান ও মিস্টার মোদি এখানকার মানুষের সেই ক্ষতে মলম দিয়েছেন।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement