Advertisement
Advertisement
মুম্বই

রাতভর বৃষ্টিতে ভাসছে মুম্বই, ব্যাহত রেল-বিমান পরিষেবা

আতঙ্কিত না হওয়ার পরামর্শ প্রশাসনের৷

Mumbaikars woke up to an intense spell of rainfall on Saturday
Published by: Sayani Sen
  • Posted:August 3, 2019 1:53 pm
  • Updated:August 3, 2019 1:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে রাতভর চলছে বৃষ্টি৷ জল থইথই চতুর্দিক৷ তবে এই পরিস্থিতিতে আশার বাণী শোনাতে পারল আবহাওয়া দপ্তর৷ পরিবর্তে হাওয়া অফিসের পূর্বাভাসে অশনি সংকেত দেখছেন মুম্বইবাসী৷ কারণ, পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে পারে বাণিজ্যনগরী৷ শুক্রবার রাত থেকে একটানা বৃষ্টিতে ইতিমধ্যে রেল এবং বিমান পরিষেবা ব্যাহত হয়েছে৷ তার উপর আবারও ভারী বৃষ্টির আশঙ্কায় দুশ্চিন্তায় স্থানীয় বাসিন্দারা৷

[আরও পড়ুন: সাতসকালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই, ছত্তিশগড়ে খতম ৭ মাওবাদী]

শুক্রবার রাত থেকে মুম্বইয়ের বিভিন্ন এলাকায় চলছে প্রবল বৃষ্টি৷ রাতভর একটানা বৃষ্টিতে প্রায় জলের তলায় চলে গিয়েছে বাণিজ্যনগরী৷ গোরেগাঁও, কান্দিভলি, দহিসার-সহ একাধিক জায়গা প্রায় বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে৷ জলমগ্ন হয়ে পড়েছে রেললাইনগুলিও৷ প্রায় প্রতিটি লোকাল ট্রেনই ১৫ থেকে ২০ মিনিট দেরিতে চলছে৷ ধীরগতিতে চলছে লোকাল ট্রেন৷ বেশ কয়েকটি দুরপাল্লার ট্রেন বাতিলের বিষয়েও চিন্তাভাবনা চলছে বলেই খবর৷ বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বিমানবন্দরের পরিস্থিতিও বদলাচ্ছে৷ তবে এখনও পর্যন্ত পরিষেবা স্তব্ধ হয়নি৷ জাতীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি এবং সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে৷ তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ পর্যটকদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে৷

Advertisement

[আরও পড়ুন: শাশুড়িকে ধর্ষণ ‘গুণধর’ জামাইয়ের, অভিযোগ জানালে স্ত্রীকে ডিভোর্সের হুমকি]

সপ্তাহদুয়েক আগে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে গিয়েছিল মুম্বইয়ের জনজীবন৷ প্রাণহানিও হয়েছিল বেশ কয়েকজনের৷ সেই আতঙ্কের কাটিয়ে ওঠার আগেই আবারও রাতভর বৃষ্টিতে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা৷ তবে প্রশাসনের তরফে আতঙ্কিত না হওয়ারই বার্তা দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই জলমগ্ন এলাকার বাসিন্দাদের দিকে নজর রেখেছেন প্রশাসনিক আধিকারিকরা৷ বাড়ি থেকে বেরতে বারণ করা হয়েছে তাঁদের৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement