Advertisement
Advertisement

Breaking News

Mumbai

জোর করে মদ্যপান করিয়ে তরুণীকে ধর্ষণ ইনস্টাগ্রাম বন্ধুর! তার পর…

নিজের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন নির্যাতিতা। চেয়েছেন সুবিচার।

Mumbai Woman Allegedly physically assaulted By Instagram Friend | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Sulaya Singha
  • Posted:January 26, 2024 7:02 pm
  • Updated:January 26, 2024 7:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামে বন্ধুত্ব। তারপর মুখোমুখি আলাপ। কিন্তু তার পরিণতি যে এমন ভয়ংকর হবে, কল্পনাও করেননি ২১ বছরের তরুণী। সোশাল মাধ্যমের সেই ‘বন্ধু’র বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ তুলেছেন তিনি। নিজের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন নিজে। চেয়েছেন সুবিচার।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তরুণী লিখেছেন, ঘটনা গত ১৩ জানুয়ারি মুম্বইয়ের। ইনস্টাগ্রামে দু-চারবার কথা বলার পর হিতিক শাহ নামের ওই যুবকের সঙ্গে দেখা করেন তিনি। মদ্যপান করে ওই যুবকের এক বন্ধুর বাড়িতে পার্টিও করেন। একটা সময় একাকী অনুভব করতে থাকেন তিনি। অভিযোগ, ঠিক তখনই তাঁকে জোর করে আরও মদ খাওয়ান তাঁর ইনস্টাগ্রাম বন্ধু। তার তাতেই অবচেতন হয়ে পড়েন তরুণী। তিনি লিখছেন, এরপর তাঁর কিছু মনে নেই। তবে তাঁর মনে হয়েছিল, তাঁর উপর যৌন হেনস্তার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু তখন সজ্ঞানে ছিলেন না তিনি। যখন চেতনা ফিরল, তখন তাঁর উপর যৌন অত্যাচার চলছিল বলেই দাবি তরুণীর।

Advertisement

[আরও পড়ুন: এই পদ্ম সম্মান ভক্তদের উৎসর্গ করলাম: মিঠুন চক্রবর্তী]

তাঁর কথায়, “আমি বাধা দেওয়ার চেষ্টা করি। কিন্তু ও আমায় পালটা তিনবার চড় মারে। তার পর ওই অবস্থাতেই আমায় ফেলে রেখে চলে যায়।” যেহেতু গোটা ঘটনা অভিযুক্ত যুবকেরই বন্ধুর বাড়িতে হয়, তাই অভিযুক্তরই পাশে দাঁড়ান বন্ধু। সাহায্যের জন্য চিৎকার করার চেষ্টা করলে তরুণীকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এর পরই সেখান থেকে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। আত্মীয়কে ফোন করে কোনওক্রমে বাড়ি ফেরেন তরুণী। কিন্তু তখন আর সাহস করে অভিভাবকদের ধর্ষণের ঘটনা জানাতে পারেননি।

নির্যাতিতা জানান, এই ঘটনায় পরে ওই যুবক ক্ষমা চান। কিন্তু এমন ঘৃণ্য কাজের জন্য তরুণী তাঁকে ক্ষমা করেননি। তিনি সুবিচার চান। ইতিমধ্যেই ওরলি থানায় অভিযোগ দায়ের করেছেন। ১২ দিন পরও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সেই কারণেই সোশাল মিডিয়ায় সরব তিনি। এখনও মানসিক ট্রমার মধ্যে রয়েছেন তরুণী।

[আরও পড়ুন: সানা জাভেদের সঙ্গে বিয়ে, বিতর্কিত নো বল অধ্যায়ের পর প্রথমবার মুখ খুললেন শোয়েব, কী বললেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement