Advertisement
Advertisement

স্কুলের মধ্যেই ছাত্রীকে ধর্ষণ,পলাতক অভিযুক্ত শিক্ষক

অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে কিশোরীর পরিবার৷

Mumbai teacher rapes his student

ছবি: প্রতীকী।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 12, 2016 1:10 pm
  • Updated:December 12, 2016 1:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে৷ মুম্বইয়ের বাসিন্দা ওই শিক্ষক স্কুল চলাকালীন এক কিশোরীকে দু’বার ধর্ষণ করে বলে অভিযোগ৷ এই ঘটনার জেরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলেও জানা গিয়েছে৷ ঘটনায় স্কুলের মধ্যে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন৷

জানা গিয়েছে, স্কুলচলাকালীন কিশোরীকে একবার এপ্রিল মাসে এবং আর একবার আগস্ট মাসে ধর্ষণ করে ওই শিক্ষক৷ এই ঘটনার জেরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী৷ সে অসম্ভব পেটের যন্ত্রণা অনুভব করলে তার বাবা-মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান৷ আর এরপরেই প্রকাশ্যে আসে সত্যটি৷ চিকিৎসক জানান চার সপ্তাহের অন্তঃসত্ত্বা কিশোরী৷ এরপর কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হলে গোটা বিষয়টি প্রকাশ্যে আসে৷ শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কিশোরীর পরিবার৷ অভিযোগের কথা জানতে পেরেই সেখান থেকে চম্পট দেয় ওই শিক্ষক৷ জানা গিয়েছে, ধরা পড়ার ভয়ে দিল্লি পালিয়ে গিয়েছে ওই শিক্ষক৷

Advertisement

অভিযুক্তর সন্ধানে দিল্লি পৌঁছেছে মহারাষ্ট্র পুলিশের একটি দল৷তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে কিশোরীর পরিবার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement