সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী কুণাল কামরা। শিল্পীর ঘনিষ্ঠ মহলের দাবি, কমপক্ষে ‘৫০০টি হুমকি ফোন’ পেয়েছেন কুণাল। এর মধ্যেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে নিয়ে রসিকতার কারণে দ্বিতীয়বার সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ। যদিও হুমকি ফোনের কথা উল্লেখ করে প্রাণ সংশয় হতে পারে বলে সময় চাইলেন কুণাল।
সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে চেনা ভঙ্গিতে কৌতুক করতে দেখা যায় কুণাল কামরাকে। সেখানে মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনীতিতে শিব সেনার দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাকে কটাক্ষ করেন কুণাল। নাম না করে একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলেন। জনপ্রিয় হিন্দি গানের প্যারোডির সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তেতে ওঠেন শিণ্ডে সমর্থকরা। যে হোটেলে এই শো রেকর্ড করা হয়েছিল, রবিবার সেখানে হামলা চালায় শিব সেনা (শিণ্ডে) সমর্থকরা। কুণালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। এমনকী তাঁকে দেশছাড়া করারও হুঁশিয়ারি দেওয়া হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসেরও রোষের মুখে পড়েন কুণাল। ফড়ণবিসের দাবি, অবিলম্বে কুণালের ক্ষমা চাওয়া উচিত। যদিও নিজের বক্তব্যে অনড় কুণাল জানিয়েছেন, ক্ষমা চাইবেন না। বরং আইনের পথে হেঁটে পরিস্থিতির মোকাবিলা করবেন তিনি।
এই আবহে বুধবার ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে নতুন ভিডিও আপলোড করেছেন কুণাল কামরা। যেখানে জনপ্রিয় সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’র ‘হাওয়া হাওয়াই’ গানের প্যারোডি গাইতে দেখা গিয়েছে তাঁকে। এই গানেও গেরুয়া রাজনীতিকে বিদ্রুপ করেছেন জনপ্রিয় এই কৌতুকশিল্পী। অভিযোগ, এই গানেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে নিশানা করেছেন কুণাল। অন্যদিকে দ্বিতীয়বার মুম্বই পুলিশ তাঁকে সমন পাঠিয়েছে। উত্তরে কৌতুকশিল্পী জানিয়েছেন, হাজিরায় প্রাণ সংশয় হতে পারে। ফলে সময় লাগবে। সোমবার ৩১ মার্চের বদলে ৩ এপ্রিল পর্যন্ত সময় চেয়েছেন তিনি। যদিও ৩৬ বছর বয়সি কমেডিয়ানকে পুলিশ জানিয়ে দিয়েছে, সোমবার দেখা করতেই হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.