Advertisement
Advertisement
Mumbai Model Arrested

মুম্বইয়ের অভিজাত হোটেলে মধুচক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার মডেল

ঘটনাস্থলে ২ জনকে উদ্ধারও করা হয়েছে।

Mumbai model arrested over alleged involvement in flesh trade | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Suparna Majumder
  • Posted:August 21, 2021 5:42 pm
  • Updated:August 21, 2021 6:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের (Mumbai) অভিজাত হোটেলে বড়সড় মধুচক্রের পর্দাফাঁস। ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়েছে ৩২ বছরের এক মডেলকে। ২ জনকে উদ্ধার করা হয়েছে বলেও খবর। শোনা গিয়েছে, ধৃত মডেল টেলিভিশনের কয়েকটি সিরিয়ালেও অভিনয় করেছেন। পাশাপাশি সাবানের বিজ্ঞাপনেও তাঁকে দেখা গিয়েছে।

সূত্রের খবর মানলে, আগে থেকেই মুম্বই পুলিশের (Mumbai Police) ক্রাইম ব্রাঞ্চের কাছে খবর ছিল জুহুর এক অভিজাত হোটেলে মধুচক্রের আসর বসবে। সেখানে টাকার লেনদেনও হবে। খবর পেয়েই আগেই ঘটনাস্থলে পুলিশের অফিসাররা উপস্থিত হয়ে গিয়েছিল। হাতেনাতে ওই মডেল তথা অভিনেতাকে ধরা হয়। হিন্দি টেলিভিশনের একাধিক তারকার সঙ্গে নাকি ধৃতের যোগাযোগ রয়েছে। পাশাপাশি যে দু’জনকে উদ্ধার করা হয়েছিল, তাঁদের সঙ্গে কাজের বিনিময়ে ৪ লক্ষ টাকার চুক্তি হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: তীব্র দাবদাহে প্রশিক্ষণ নিতে গিয়ে পাঠানকোটে মৃত্যু জওয়ানের, গুরুতর অসুস্থ আরও কয়েকজন]

শোনা গিয়েছে, আপাতত পুলিশি হেফাজতেই রাখা হয়ে মডেলকে। এই ঘটনায় তাঁর সঙ্গে আর কে বা কারা জড়িতে তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর মানলে, গত ফেব্রুয়ারি মাসে মধুচক্র চালানোর অভিযোগে অভিনেত্রী গেহনা বশিষ্ঠের (Gehana Vasisth) গ্রেপ্তারির পর থেকেই মুম্বই পর্নোগ্রাফি ব্যবসার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। তার সূত্র ধরেই নাকি শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra Case) কর্মচারী উমেশ কামাতের হদিশ পান তদন্তকারী অফিসাররা।

Raj Kundra Shilpa Shetty

উমেশের গ্রেপ্তারির কিছুদিন পর তথ্য প্রমাণ হাতে নিয়েই ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করা হয়। তারপর বেশ কিছুদিন পুলিশি হেফাজতে ছিলেন শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী। পরে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। ১৮ আগস্ট অন্তবর্তী জামিন পান রাজ কুন্দ্রা।  ঘটনায় শিল্পা শেট্টিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।  রিয়ালিটি শো ‘সুপার ডান্সার ৪’ থেকেও নাকি বাদ পড়েছিলেন অভিনেত্রী। এখন অবশ্য শোয়ে কামব্যাক করেছেন তিনি। 

[আরও পড়ুন: প্রাণ বাঁচাতে চাই আড়াই কোটির ওষুধ! ‘আমাকে সাহায্য করবেন?’ প্রধানমন্ত্রীর কাছে আরজি একরত্তির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement