Advertisement
Advertisement

Breaking News

খুন করে মায়ের দেহ আঁকড়ে ৭ ঘণ্টা শুয়ে রইল ছেলে

খুনের কথা স্বীকার করে আত্মসমর্পণ হত্যাকারীর৷

Mumbai man slits mother’s throat
Published by: Sayani Sen
  • Posted:December 1, 2018 1:01 pm
  • Updated:December 1, 2018 1:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরির পর আর কতটুকুই বা সময় পাই আমরা৷ অফিসের কাজের চাপে পরিজনদেরও সেভাবে সময় দিতে পারি না৷ আর পাঁচজনের মতো সময় নিয়ে সমস্যা দেখা গিয়েছিল মুম্বইয়ের বরিভালির যোগেশের জীবনে৷ তুচ্ছ সমস্যা ভেবে বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন সকলেই৷ তবে এই ঘটনার যে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা বোধহয় স্বপ্নেও কল্পনা করেননি কেউ৷

[মাটির তলায় ‘মৃত্যুফাঁদ’ খুঁজে বের করবে ইসরোর ‘ছোটা ভিম’]

বিবাহবিচ্ছেদের পর বছর আশির বৃদ্ধা মাকে নিয়েই জগৎ মুম্বইয়ের বোরিভালির বাসিন্দা যোগেশের৷ উচ্চ রক্তচাপ এবং স্পন্ডিলোসিসের সমস্যা ছিল ওই বৃদ্ধার৷ অসুস্থ মায়ের দেখভালের পুরো দায়িত্বই ছিল তার ছেলের কাঁধে৷ একটি রেস্তরাঁয় হিসাবরক্ষকের কাজ করত সে৷ ওই চাকরি সামলে মায়ের যত্ন নেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছিল৷ তাই বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিয়েছিলেন পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি৷ পরিবারের একমাত্র রোজগেরের চাকরি ছেড়ে দেওয়ার দু’মাসের মধ্যেই স্বাভাবিকভাবেই সংসারে অভাব দেখা দেয়৷ খাবার, মায়ের ওষুধ জোগাতে হিমশিম খাচ্ছিলেন বৃদ্ধার পুত্র৷ আবার মা সুস্থ হয়ে উঠছেন না, তাও মানতে পারছিল না সে৷ সমস্যার জাঁতাকলে মানসিক অবসাদে ভুগছিল৷ সমস্যা থেকে বাঁচতে মাকে খুন করার সিদ্ধান্ত নেয় সে৷ বৃহস্পতিবার দুপুরে মাকে প্রথমে ঘুমের ওষুধ খাওয়ায়৷ এরপর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করা হয়৷ মৃত্যু নিশ্চিত করতে মায়ের গলার নলিও কাটে পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি৷ খুনের পর রক্তাক্ত মায়ের পাশে শুয়ে পড়ে যোগেশ৷ ঘণ্টাসাতেক এভাবেই মায়ের দেহ আঁকড়ে থাকে সে৷

Advertisement

[শান্তি চাইলে ধর্মনিরপেক্ষ হতে হবে পাকিস্তানকে, কড়া বার্তা সেনাপ্রধান রাওয়াতের]

এরপর নিজেই পুলিশে ফোন করে৷ খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করা হয়৷ তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ পুলিশের কাছে মাকে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত৷ ওই ঘর থেকেই খুনে ব্যবহৃত ধারাল অস্ত্র, বালিশ এবং ঘুমের ওষুধ উদ্ধার করেছে পুলিশ৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement