Advertisement
Advertisement

Breaking News

Mumbai

রাস্তায় পড়ে স্বামীর দেহ, খবর দিতে গিয়ে পুলিশ দেখল ফ্ল্যাটের মধ্যে মৃত স্ত্রী!

আত্মহত্যা না খুন?

Mumbai Man Found Dead On Road and Wife dead in Flat
Published by: Kishore Ghosh
  • Posted:August 4, 2024 5:19 pm
  • Updated:August 4, 2024 5:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা প্রৌঢ়ের! আবাসনের সামনের রাস্তা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেন স্থানীয়রা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে প্রৌঢ়ের মৃত্যুসংবাদ জানাতে তাঁর ফ্ল্যাটে ফোন করা হলেও কেউ ফোন ধরেননি। পরে ওই আবাসনে পৌঁছে চমকে যান পুলিশকর্মীরা। তালা দেওয়া দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, ফ্ল্যাটের মেঝেতে ওই ব্যক্তির স্ত্রীর মৃতদেহ পড়ে রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পরিকল্পনা করেই স্ত্রীকে খুন করে আত্মহত্যা করেন প্রৌঢ়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কিশোর পেডনেকর (৫৮)। মুম্বইয়ের জওহর নগরের টোপিওয়ালা মেনশন আবাসনে ফ্ল্যাটে থাকতেন তিনি। কিশোর এবং রাজশ্রীর (৫৭) ফ্ল্যাটেই থাকতেন। একমাত্র সন্তান কর্মসূত্রে দিল্লিতে থাকেন। কিশোর জিমের সরঞ্জাম বিক্রির ব্যবসা করতেন। রাজশ্রী পেশায় ফিজিও থেরাপিস্ট। তদন্ত সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অবসাদের সমস্যায় ভুগছিলেন কিশোর। মনের অসুখের কারণে চিকিৎসকের দেওয়া ওষুধও খেতেন। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে সেই ওষুধ।

Advertisement

 

[আরও পড়ুন: সেলফির নেশায় পা হড়কে গভীর খাদে যুবতী, মহারাষ্ট্রের সাতারার ভয়ংকর ভিডিও ভাইরাল]

এদিন পরিকল্পনা করেই স্ত্রী রাজশ্রীকে গলা টিপে হত্যা করে বহুতল ঝাঁপ দেন কিশোর। হত্যা ও আত্মহত্যার আগে ছেলেকে দিল্লি থেকে মুম্বই আসার বিমানের টিকিট করে দেন তিনি। এক আত্মীয়ের হোয়াটসঅ্যাপ নম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় নথি পাঠিয়ে দেন। একটি মামলা দায়ের করে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। মা-বাবার মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ছেলেকে।

 

[আরও পড়ুন: নির্যাতিতার DNA টেস্টের দাবি অখিলেশের, অযোধ্যা গণধর্ষণ কাণ্ডে আরও চাপে সপা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement