সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তলপেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক রোগিনী৷ কিন্তু চিকিৎসকের রিপোর্ট পেয়ে তাঁর চক্ষু চড়কগাছ৷ লেখা ছিল, গলব্লাডারে কোনও সমস্যা নেই তাঁর৷ কিন্তু ঘটনা হল, বছর আষ্টেক আগেই অপারেশন করে গলব্লাডার বাদ দেওয়া হয়েছিল তাঁর৷
বান্দ্রার হোলি ফ্যামিলি হাসপাতালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ হাসপাতালে ভর্তি হয়েছিলেন টেরেসা পেহলম্যান৷ জন্মসূত্রে তিনি জার্মানি৷ কিডনি বা অন্য কোনও ইনফেকশনের কারণেই সম্ভবত তাঁর তলপেটে যন্ত্রণা হচ্ছিল৷ ভর্তি হওয়া মাত্র ডাক্তাররা তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করেন৷ তারই একটি রিপোর্টে লেখা ছিল গলব্লাডার সংক্রান্ত এ কথা৷ দেখা মাত্র আঁতকে ওঠেন এই মহিলা৷ যেখানে গলব্লাডার নেই, সেখানে তা সুস্থ থাকার প্রশ্ন আসছে কোথা থেকে? হাসপাতালের চিকিৎসায় এরপর আর ভরসা করতে পারেননি তিনি৷ চিকিৎসকরা না চাইলেও তিনি স্বেচ্ছায় ছুটি নেন৷ পরে অভিযোগ জানান মেডিক্যাল কাউন্সিলে৷
তদন্তে স্পষ্ট হয় হাসপাতালের গাফিলতি৷ যদিও কর্তৃপক্ষের তরফে সাফাই দিয়ে জানানো হয়েছে, দোষ চিকিৎসকের নয়৷ যে ক্লার্ক রিপোর্ট টাইপ করছিলেন তিনিই কোনও ভুল করে ফেলেছেন৷ হাসপাতালের দাবি, রিপোর্ট সবই প্রিন্টেড ফর্ম্যাটে থাকে৷ বিশেষ বিশেষ রোগীর ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়গুলিকে টিকমার্ক দেওয়া হয়৷ এক্ষেত্রেও তা করতে গিয়ে কোনওরকম ভুল হয়ে গিয়েছে বলে সাফাই কর্তৃপক্ষর৷ রোগীদের চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি বলেই দাবি তাদের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.