সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোভা দে’র রসিকতার পর থেকেই খবরের শিরোনামে মধ্যপ্রদেশ পুলিশের ইনসপেক্টর দৌলতরাম জোগায়াত। তাঁর শরীর নিয়ে মজা করার জন্য অনেকেই সমালোচনা করেন এই লেখিকার। এরপরেই ওই পুলিশ অফিসারের সাহায্যে এগিয়ে আসল মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতাল। ঠিক কী ধরনের রোগ হয়েছে জোগায়াতের? খতিয়ে দেখতে ইতিমধ্যে একাধিক পরীক্ষাও করিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকী প্রয়োজনে বারিয়াট্রিক অস্ত্রোপচারের সাহায্যে নেওয়া যাবে কিনা সেটাও দেখছেন চিকিৎসকরা।
মুম্বইয়ের সার্জিকাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মুফ্ফাজল লাকড়াওয়ালা জানান, ‘সেইফি হাসপাতালে জোগায়াতের বেশ পরীক্ষা করা হচ্ছে। এর সাহায্যে আমরা বুঝতে পারব ঠিক কোন রোগে আক্রান্ত এই পুলিশকর্মী। এছাড়া তাঁকে সুস্থ করে তুলতে বারিয়াট্রিক অস্ত্রোপচারের সাহায্যে নেওয়া যাবে কিনা সেটাও দেখা হবে। আমরা ওই পরীক্ষার ফলগুলো শীঘ্রই খতিয়ে দেখব এবং ওর ব্যাপারে কী ধরনের চিকিৎসা পদ্ধতি নেওয়া হবে সেটা বলতে পারব। আমার টিম এবং আমি কথা দিচ্ছি জোগায়াতের চিকিৎসায় কোনও খামতি থাকবে না এবং শীঘ্রই যাতে তিনি সুস্থ হয়ে যান, সেই চেষ্টাও করা হবে।’
Madhya Pradesh Police inspector Daulatram Jogawat, who was fat-shamed on Twitter is undergoing a series of tests at Mumbai’s Saifee Hospital pic.twitter.com/bezQY0Q9rt
— ANI (@ANI_news) February 28, 2017
‘মুম্বইয়ে আজ ভারী পুলিশি বন্দোবস্ত ছিল’। দিনকয়েক আগে বৃহন্মুম্বইয়ে পুরনিগমের ভোটের দিন লেখিকা শোভা দে’র এই টুইট ঘিরেই তৈরি হয়েছিল বিতর্ক। বিশালবপু এক উর্দিধারীর পুলিশের ছবি নিয়ে মজা করে টুইট করেছিলেন তিনি। শোভা দে’র টুইটের পর থেকেই খবরের শিরোনামে চলে আসেন মধ্যপ্রদেশ পুলিশের ইনস্পেক্টর দৌলতরাম জোগায়াত। অনেকেই এধরনের টুইটের জন্য লেখিকার সমালোচনা করেন। মুম্বই পুলিশের তরফেও এই ঘটনার নিন্দা করা হয়। তারা টুইট করে জানায়, ‘মিস দে আমরাও মজা পছন্দ করি। কিন্তু এটা একদম ভাল লাগেনি। এই উর্দি বা কর্মী- কোনওটাই মুম্বই পুলিশের নয়। আমরা আপনার মতো দায়িত্ববান নাগরিকের থেকে আরও ভাল কিছু আশা করি।’ পরে এক সাক্ষাৎকারে জোগায়াত নিজেই জানান, অসুস্থতার কারণেই তাঁর শরীর এরকম বিশাল আকার নিয়েছে। ১৯৯৩ সালেই গলব্লাডার অপারেশন পর থেকেই ওজন বেড়েছে তাঁর। শোভা দে’র এই ধরনের টুইটের জন্য তাঁর খারাপ লাগার কথাও বলেন তিনি।
এরপরেই বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ওই ইন্সপেক্টরের সাহায্যের জন্য এগিয়ে আসে। জোগায়াতের সঙ্গে দেখা করে তাঁকে সাহায্যের আশ্বাস দেন ডাঃ লাকড়েওয়ালা। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘চিকিৎসক হিসেবে রোগীর সাহায্য করাই আমার কর্তব্য। বিশেষ করে যদি সেটা তাঁর জীবন বাঁচাতে পারে। দৌলতরামের কথা জানতে পারার পরেই আমি ওর সাহায্যে এগিয়ে যাব। আমি এসপি মনোজ সিং এবং এসিপি রাজেশ সাগরের সঙ্গেও এই বিষয়টি নিয়ে কথা বলেছি।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.