Advertisement
Advertisement
Mumbai

মদ্যপ অবস্থাতেই গাড়ি চালানোর অভিযোগ স্বীকার! ১৪ দিনের জেল হেফাজতে মিহির

তবে জামিন পেয়েছেন শিব সেনা নেতা রাজেশ শাহ।

Mumbai hit-and-run accused Mihir Shah sent to jail for 14 days
Published by: Biswadip Dey
  • Posted:July 16, 2024 4:52 pm
  • Updated:July 16, 2024 4:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিব সেনা (Shiv Sena) নেতার মদ্যপ ছেলের বিলাসবহুল BMW পিষে দিয়েছিল এক মহিলাকে। ওই মামলায় অভিযুক্ত মিহির শাহকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত। ৯ জুলাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রসঙ্গত, অভিযুক্তর বাবা শিব সেনা নেতা রাজেশ শাহকেও গ্রেপ্তার করা হয়েছিল। তবে তিনি জামিন পেয়ে গিয়েছেন।

জানা গিয়েছে, ২৩ বছরের মিহির পুলিশ হেফাজতে থাকাকালীন স্বীকার করে নিয়েছেন তিনি প্রায়ই মদ্যপান করেন। এমনকী, দাড়ি কাটার সঙ্গে সঙ্গে গ্রেপ্তারি এড়াতে চুলের ছাঁটও পালটে ফেলেছিলেন, সেকথাও নাকি স্বীকার করেছেন অভিযুক্ত। এবং মেনে নিয়েছেন দুর্ঘটনার আগে চালকের আসনে তিনিই ছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ‘মিথ্যে বয়ান দিতে বাধ্য করায় পুলিশ’, গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে বিস্ফোরক প্রধান সাক্ষী]

অভিযোগ, ঘটনার দিন রাতে বাড়ি ফেরার পথে জুহুর একটি বারে মদ্যপান করেন মিহির। এর পর ‘লং ড্রাইভে’ নিয়ে যেতে বলেন ড্রাইভারকে। ওরলিতে পৌঁছনোর পর নিজেই গাড়ি চালাবেন বলে জেদ ধরেন। মিহির স্টিয়ারিংয়ে বসার কিছুক্ষণ পরেই একটি স্কুটারে ধাক্কা মারেন। স্কুটারে ছিলেন মাছ বিক্রেতা প্রদিক নাকভা এবং তাঁর স্ত্রী কাবেরী নাকভা। অন্য দিনের মতোই রাতে মুম্বই বন্দরে পাইকারি বাজারে মাছ কিনতে যাচ্ছিলেন তাঁরা। মিহিরের গাড়ি পিষে দেয় কাবেরীকে। প্রদিক আহত হলেও প্রাণে বেঁচে যান। এই মামলায় আগেই ১২ জনকে আটক করেছিল পুলিশ। অধরা ছিলেন মিহির। পরে তাঁকেও গ্রেপ্তার করা হয়।

তদন্তে উঠে এসেছে, দুর্ঘটনার পর বান্ধবীকে কমপক্ষে ৪০ বার ফোন করেছিলেন মিহির। এর পর তাঁর বাড়িতে যান। সেখানেই লুকিয়ে থাকেন।
মিহিরের বাবা রাজেশ শাহ যে মুখ্যমন্ত্রী শিণ্ডের ঘনিষ্ঠ তা আগেই জানা গিয়েছিল। কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার দাবি করেছিলেন, ”সরকার ও পুলিশ ইস্যুটাকে চেপে দিতে চাইছে।” শেষ পর্যন্ত কংগ্রেস-সহ বিরোধীদের চাপের জেরে রাজেশকে দল থেকে ছেটে ফেলেছে শিব সেনা।

[আরও পড়ুন: ২১ জুলাই মুসলিম হবেন ২৩ হিন্দু যুবা, যোগীকে ‘চ্যালেঞ্জ’ বরেলির মৌলানার!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement