Advertisement
Advertisement

Breaking News

Mumbai

রক্ষকই ভক্ষক! দু’বছর ধরে বাবা ও দাদার যৌন লালসার শিকার কিশোরী!

পুলিশের কাছে নিজেদের অপরাধ স্বীকার করেছে অভিযুক্তরা।

Mumbai girl alleged that her father and brother raped her for over 2 years | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:January 21, 2022 5:36 pm
  • Updated:January 21, 2022 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের বাবা ও বড়দাদার বিরুদ্ধে ধর্ষণের (Rape) অভিযোগ করল মুম্বইয়ের (Mumbai) এক কিশোরী। সে জানিয়েছে, একবার নয়, টানা দু’বছর ধরে বারবার এই ধরনের নির্যাতনের মুখে পড়তে হয়েছে তাকে। পুলিশ দুই অভিযুক্তকে জেরা করেছে। জেরার মুখে নিজেদের অপরাধ স্বীকারও করেছে তারা। এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। কী করে অভিযুক্তরা এমন পাশবিক কাজ করতে পারল ভেবে শিউরে উঠছে সকলে।

কী করে সামনে এল এই ঘৃণ্য অপরাধ? আসলে দশম শ্রেণির ছাত্রী ওই কিশোরী গত কয়েক বছর ধরে মনের ভিতরে আতঙ্ক ও অস্থিরতাকে সঙ্গে করে নীরবই ছিল। কিন্তু শেষ পর্যন্ত সাহস করে স্কুলের শিক্ষিকা ও অধ্যক্ষকে সে সব খুলে বলে। তাঁদের সহায়তায় শেষ পর্যন্ত এক স্বেচ্ছাসেবী সংস্থার কাছে মুখ খোলে ওই কিশোরী। কাউন্সেলিংয়ের পরে কিশোরী রাজি হয় পুলিশে অভিযোগ জানাতে। এরপরই আটক করা হয় দুই অভিযুক্তকে।

Advertisement

[আরও পড়ুন: ‘ফাঁপা বুলি নয়, ক্ষমতায় এলে ৪০ লক্ষ চাকরি’, উত্তরপ্রদেশে ঢালাও কর্মসংস্থানের আশ্বাস কংগ্রেসের]

কিশোরী জানিয়েছে, ঘটনার সূত্রপাত ২০১৯ সালের জানুয়ারিতে। একা একা সে নিজের ঘরে ঘুমিয়ে থাকাকালীন সেখানে প্রবেশ করে তার বাবা। ৪৩ বছরের ওই ব্যক্তি নিজেরই আত্মজাকে যৌন নির্যাতন করে। ওই একই মাসে তার ২০ বছরের দাদাও তার শ্লীলতাহানি করে। এরপর থেকে শুরু হয় নিয়মিত নির্যাতনের ঘটনা। একাধিক বার তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে বলে অভিযোগ জানিয়েছে ওই কিশোরী। এখানেই শেষ নয়। তার আশঙ্কা, হয়তো একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তার ছোটবোনকেও।

কিশোরীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি পকসো আইনেও অভিযোগ আনা হয়েছে। পুলিশ বাবা ও ছেলেকে ইতিমধ্যেই আটক করেছে। পুলিশি জেরায় তারা নিজেদের অপরাধ স্বীকারও করে নিয়েছে। এরপর তাদের গ্রেপ্তার করে পুলিশ।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে কংগ্রেসের ‘মুখ্যমন্ত্রীর মুখ’ তিনিই, স্পষ্ট ইঙ্গিত প্রিয়াঙ্কার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement