Advertisement
Advertisement

মুম্বইয়ে ফুটব্রিজ ভেঙে মৃত বেড়ে ৬, রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব কংগ্রেস

কীভাবে ‘ফিট’ সার্টিফিকেট পায় ওই ব্রিজটি? উঠছে প্রশ্ন৷

 Mumbai CST bridge collapse: Congress slams Rail Minister
Published by: Tanujit Das
  • Posted:March 15, 2019 9:55 am
  • Updated:March 15, 2019 9:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলস্টেশন লাগোয়া ফুট ওভারব্রিজ ভেঙে মুম্বইয়ে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে৷ আহতের সংখ্যা ত্রিশেরও বেশি৷ আর এই দুর্ঘটনার দায় নয়াদিল্লির উপর চাপিয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েলের পদত্যাগের দাবিতে সরব হল কংগ্রেস৷ বিজেপিকে বিঁধে অন্য ২০১৭ ও ২০১৮-তে ঘটে যাওয়া মুম্বইয়ের দুটি উল্লেখযোগ্য দুর্ঘটনার প্রসঙ্গ টানেন দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা৷ টুইটারে লেখেন, ‘রেলমন্ত্রীর দেওয়া বড় বড় প্রতিশ্রুতি, বারবার ব্যর্থ হচ্ছে৷ এখনই রেলমন্ত্রী পীযূষ গোয়েলের ইস্তফা দেওয়া উচিত৷ অথবা তাঁকে পদচ্যুত করা উচিত৷’

[চুল প্রতিস্থাপনের দু’দিন পরই মৃত্যু মুম্বইয়ের ব্যাবসায়ীর]

Advertisement

এই ব্রিজ ভেঙে পড়া কাণ্ডে ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷ জানা গিয়েছে, ছ’মাস আগে হওয়া অডিট রিপোর্টে ওই ব্রিজকে ‘ফিট’ বলে জানানো হয়েছিল৷ এবং সেই রিপোর্ট জমা পড়েছিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে (বিএমসি)৷ রিপোর্টে বলা হয়, ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলস্টেশন লাগোয়া ওই ফুট ওভারব্রিজ ব্যবহারের উপযোগী৷ কিন্তু তারপরেও কীভাবে এতবড় দুর্ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন৷ এই দুর্ঘটনায় ইতিমধ্যে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ গতকাল রাতেই ঘটনাস্থলে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস৷ এই দুর্ঘটনার বিভাগীয় তদন্তের আশ্বাস দেন তিনি৷ মৃত ও আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার৷

[কর্ণাটকে চূড়ান্ত কংগ্রেস-জেডিএস আসনরফা, জোট জট অব্যাহত বিহারে]

শনিবার সকালেও দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্য চলছে৷ ভাঙা ব্রিজের তলায় এখনও কেউ চাপা পড়ে রয়েছে কিনা, তার’ই খোঁজ চলছে৷ প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা ব্রিজের তলায় চাপা পড়ে থাকতে পারে ৪০ জন৷ জানা গিয়েছে, সিএসটি লাগোয়া ওই ফুটব্রিজটি মেরামতির কাজ চলছিল এদিন সকাল থেকে৷ কিন্তু তা সত্বেও ব্রিজের উপর দিয়ে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি না থাকায়, সকলেই ব্রিজটি ব্যবহার করছিলেন৷ মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার অমিতেশ কুমার জানান, ‘আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে ভিড় সরিয়ে অ্যাম্বুল্যান্স প্রবেশ করার রাস্তা তৈরি করে দিয়েছি৷ এখনও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বলতে পারব না৷’

[এখনই পাইলটের আসনে ফেরা নয়, আপাতত ছুটিতে অভিনন্দন]

উল্লেখ্য, মাস কয়েক আগে আন্ধেরিতেও প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়েছিল একটি ব্রিজ৷ সেসময়ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল৷ ২০১৭ সালের সেপ্টেম্বরে এলফিনস্টোন স্টেশনের (বর্তমানে প্রভাদেবী) ফুটব্রিজ ভেঙে ২৩ জনের মৃত্যুর স্মৃতি এখনও ভোলেনি মুম্বইবাসী৷ তারই মধ্যে ফের বৃহস্পতিবারের ঘটনা৷ শহরের অন্যতম ব্যস্ত এই ফুটব্রিজ এভাবে ভেঙে পড়ায় সাময়িকভাবে সিএসটি সংলগ্ন রাস্তাগুলিতে প্রবল যানজট তৈরি হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement