Advertisement
Advertisement
Mumbai

অন্য ম্যাচের বল এসে লাগল মাথায়, মাঠে মর্মান্তিক মৃত্যু ক্রিকেটারের

হাসপাতালে নিয়ে হলেও শেষরক্ষা করা যায়নি।

Mumbai: Cricketer Dies After Being Hit By Ball From Another Match | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:January 10, 2024 11:18 am
  • Updated:January 10, 2024 11:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খেলার মাঠে মৃত্যু। ক্রিকেট খেলার সময় মাথায় বল লেগে প্রাণ হারালেন ৫২ বছরের প্রৌঢ়। তবে যে ম্যাচে খেলছিলেন, সেই ম্যাচে ব্যবহৃত বল নয়, পাশের পিচ থেকে উড়ে আসে অন্য একটি ঘাতক বল।

ঘটনা মুম্বইয়ের দড়কর ময়দানের। গত সোমবার এই মাঠে একাধিক পিচে একসঙ্গে একাধিক ম্যাচ চলছিল। জানা গিয়েছে, ফিল্ডিং করছিলেন ওই প্রৌঢ়। তবে অন্য পিচে যে ম্যাচ চলছিল, তার ব্যাটারের দিকে উলটো মুখে দাঁড়িয়েছিলেন তিনি। তাই পিছনের ম্যাচে কী হচ্ছে না হচ্ছে, খেয়াল করেননি। আর তাতেই ঘটে যায় ভয়ংকর দুর্ঘটনা। ওই ম্যাচে নেওয়া ব্যাটারের শট সোজা এসে লাগে প্রৌঢ়ের মাথায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

[আরও পড়ুন: শুভেন্দুর পাশে সন্দেশখালির ‘বাদশা’ শেখ শাহজাহান! ছবি ঘিরে তুঙ্গে বিতর্ক]

এক প্রত্যক্ষদর্শী জানান, এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৫০ এবং তার বেশি বয়সিরাই অংশ নেন। প্রত্যেকেই অত্যন্ত আগ্রহের সঙ্গে এই স্থানীয় টুর্নামেন্টে খেলেন। কিন্তু বিশ্বাসই হচ্ছে না, ম্যাচে কেউ প্রাণ হারিয়েছেন। মাথায় বল লাগতেই পড়ে যান ওই প্রৌঢ়। হাসপাতালে নিয়ে হলেও শেষরক্ষা করা যায়নি। তাঁর এই মৃত্যুর পর প্রশ্ন উঠছে, কেন একই মাঠে একসঙ্গে একাধিক ম্যাচের আয়োজন করা হয়েছে? মাঠ কর্তৃপক্ষের দাবি, সময় আর জায়গার অভাবেই এভাবে একসঙ্গে ম্যাচ ফেলা হয়।

ঘটনায় ইতিমধ্যেই দুর্ঘটনার জেরে মৃত্যুর অভিযোগ দায়ের করেছে পুলিশ। তবে ইচ্ছাকৃতভাবে বল দিয়ে প্রৌঢ়কে আঘাত করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট হওয়ার জন্য দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: সুচেতন হওয়ার লড়াইয়ে আরও একধাপ, রূপান্তরকামী সার্টিফিকেট পেলেন বুদ্ধদেবের সন্তান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement