Advertisement
Advertisement

Breaking News

Sanjay Raut

বিজেপি নেতার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে বিপাকে, জেলে যেতে হবে সঞ্জয় রাউতকে!

মুম্বইয়ের আদালতে মানহানির মামলা হয় সঞ্জয় রাউতের বিরুদ্ধে।

Mumbai court sentences Sanjay Raut 15 days imprisonment in defamation case
Published by: Kishore Ghosh
  • Posted:September 26, 2024 1:22 pm
  • Updated:September 26, 2024 5:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের একটি আদালতে মানহানির মামলায় ১৫ দিনের জেলের সাজা হল উদ্ধব ঠাকরে-পন্থী শিব সেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের। এইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে শিব সেনা নেতাকে। সঞ্জয়ের বিরুদ্ধে মামলা করেন প্রাক্তন বিজেপি সাংসদ কিরিত সোমিয়ার স্ত্রী মেধা সোমিয়া।

মেধা মুম্বইয়ের রুইয়া কলেজের অর্গ্যানিক কেমিস্ট্রির অধ্যাপিকা। মেধার বিরুদ্ধে সঞ্জয় রাউতের অভিযোগ, তিনি এবং তাঁর এনজিও ‘যুবা প্রতিষ্ঠান’ ১০০ কোটির শৌচালয় দুর্নীতির সঙ্গে যুক্ত। বিজেপি নেতার স্ত্রীর অভিযোগ, ভিত্তিহীন এবং মানহানিকর এই বক্তব্যের কারণে তাঁর এবং স্বামী কিরিত সোমিয়ার দুর্নাম হয়েছে। মেধার আইনজীবী বিবেকানন্দ গুপ্তার বক্তব্য, ২০২২-এর এপ্রিল থেকেই তাঁর মক্কেলের বিরুদ্ধে মিডিয়াতে বিকৃত এবং অযৌক্তিক মন্তব্য করে চলেছেন সঞ্জয়। যা ছাপার অক্ষরে এবং ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়ে।

Advertisement

এদিনের মুম্বইয়ের নিম্ন আদালত মানহানির মামলায় শুনানি শেষে শিব সেনা নেতাকে ১৫ দিনের জেলের সাজা শোনায়। এইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এদিকে সঞ্জয় রাউতের ভাই আইনজীবী সুনীল রাউত জানিয়েছেন, জামিনের আবেদনের পাশাপাশি দায়রা আদালতের রায়ে স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদন মঞ্জুর হয়েছে। জামিনও পেয়ে গিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement