সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদীর নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকি। টুইটারে হুমকি বার্তাটি পেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন শ্রীমতী চতুর্বেদী। তবে অভিযোগ দায়ের হতেই গিরিশ নামের ওই টুইটার অ্যাকাউন্ট থেকে আসা টুইটটি ডিলিট করে দেওয়া হয়। এদিকে বিতর্কিত টুইট প্রসঙ্গে প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, ‘অভিযুক্ত অ্যাকাউন্ট ইউজার ছবির জায়গায় ভগবান রামের ছবি রেখেছে। তারপরেও এমন বিতর্কিত মন্তব্য করতে ইতস্তত করেনি। আমি গুরুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে। থানা থেকে আমাকে ফোন করে যাবতীয় তথ্যও নেওয়া হয়েছে। আশা করছি মুম্বই পুলিশ যথাযথ কাজ করবে।’
এক টুইট বার্তায় কংগ্রেসের মুখপাত্র বলেন, ‘ধন্যবাদ যাঁরা টুইটে আমাকে সমর্থন করেছেন পাশে থেকেছেন। পাশাপাশি যাঁরা ব্যক্তিগতভাবে ফোন করে সাহস যুগিয়েছেন তাঁদের প্রতিও আমি কৃতজ্ঞ। এই ঘটনা থেকে আমি একটি বিষয়ে নিশ্চিত, সমাজে যেমন মন্দ রয়েছে। তেমনই ভালও রয়েছে। যদি আমি একজন হিংস্র মা হই তবে আমার সন্তানকে যারা টার্গেট করছে তাদের জন্য হিংস্রই হব।’
We are trolled everyday, but I got to know that someone is talking about my daughter on social media. I’m filing a criminal complaint so that such people don’t get away: Priyanka Chaturvedi, Congress on rape threat which was directed at her daughter by a troll account on Twitter. pic.twitter.com/RA7GAAEg1a
— ANI (@ANI) July 3, 2018
উল্লেখ্য মিশ্র সম্প্রদায়ের এক দম্পতিকে পাসপোর্ট দিচ্ছেন না সরকারি আধিকারিক। কিছুদিন আগে এমনই এক অভিযোগ ওঠে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে দরবারও করেছিলেন ওই দম্পতি। টুইট বার্তায় অভিযোগ জানান। এই ঘটনার পর টুইটারেই বিদেশ মন্ত্রীকে ট্রোলড হতে হয়েছে। এহেন চিত্র দেখে বিদেশমন্ত্রকের তরফে একটা সমীক্ষা চালানো হয় ওই সোশ্যাল সাইটেই। সেখানে দেখা যায় ট্রোলের বিষয়টি সমর্থন করেছেন ৪৩ শতাংশ ইউজার। সমর্থন করেননি বাকি ৫৭ শতাংশ ইউজার। সোমবারই কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং বিদেশমন্ত্রীকে প্রকাশ্যে সমর্থন করেছেন। এবং এই বিতর্কিত ট্রোলের বিরোধিতা করেছেন। উল্লেখ্য, টুইটারে বিদেশমন্ত্রীকে নিয়ে করা ট্রোলের ঠিক পরেপরেই কংগ্রেস মুখাপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদীর মেয়েকে নিশানা বানানো হল। টুইটারে ধর্ষণের হুমকির তীব্র নিন্দা করেছেন এনসিপি নেতা সুপ্রিয়া সুলে। তিনি জানান, সংশ্লিষ্ট ইউজারের বিরুদ্ধে আইনের নির্দিষ্ট ধারায় মামলার পাশাপাশি খুব শিগগির অভিযুক্তকে শাস্তি দিতে হবে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আরজি জানান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.