Advertisement
Advertisement

জঙ্গি হানার আশঙ্কা, দেশের তিন বিমানবন্দরে জারি লাল সতর্কতা

বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তাও।

Mumbai, Chennai and Hyderabad three airports of the country put on high alert
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 16, 2017 8:28 am
  • Updated:October 9, 2019 4:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হতে পারে হামলা কিংবা বিমান ছিনতাইয়ের মতো ঘটনা। আর তাই মুম্বই, হায়দরাবাদ এবং চেন্নাই বিমানবন্দরে বাড়ানো হল নিরাপত্তা। বিশেষ সূত্রে খবর পেয়েই এই তিন বন্দরে রবিবার থেকে আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সূত্র মারফত নিরাপত্তা আধিকারিকরা জানতে পেরেছেন, প্রায় ২৩ জন জঙ্গির একটি দল নাশকতার ছক কষেছে। তাদের মূল লক্ষ্যই হল এই তিন বিমানবন্দর। যেখানে তারা হামলা চালাতে পারে। এছাড়া যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের পরিকল্পনা রয়েছে বলে খবর। শুধু এই তিন বিমানবন্দরেই নয়, গোটা দেশেই জারি করা হয়েছে সতর্কবার্তা। এর মধ্যেই দেরাদুন বিমানবন্দরে এক মহিলাকে আটক করেছে নিরাপত্তা আধিকারিকরা। জানা গিয়েছে, ওই মহিলা ভেনেজুয়েলার বাসিন্দা। বর্তমানে আমেরিকায় কাজ করেন তিনি। এদিন বিমানে ওঠার আগে তল্লাশির সময় তাঁর কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন পাওয়া গিয়েছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ।

[ফের বাতিল ‘পদ্মাবতী’র শুটিং, এবার কারণ দীপিকা]

এর আগে শনিবারই বিমানবন্দরগুলিতে জঙ্গিদের নাশকতার ছক কষার কথা জানতে পেরে বৈঠকে বসে এয়ারপোর্ট সিকিউরিটি কোঅর্ডিনেশন কমিটি। যাত্রীদের জানিয়ে দেওয়া হয়, তাঁরা যেন সময়ের আগেই বিমানবন্দরে চলে আসেন। যাতে তল্লাশির কারণে বিমান ধরতে তাঁদের দেরি না হয়ে যায়। এদিকে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ‘এক মহিলা মেল পাঠিয়ে নিরাপত্তা আধিকারিকদের জানিয়েছেন, তিনি ৬ যুবককে মুম্বই, চেন্নাই এবং হায়দরাবাদ বিমানবন্দরে বিমান ছিনতাই করার পরিকল্পনা করতে শুনেছেন।’ তবে ওই মহিলার পরিচয় এখনও পর্যন্ত জানান হয়নি। অন্যদিকে অপর এক সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার ২৩ জন জঙ্গির একটি দল তিনটি বিমান ছিনতাই করতে পারে।

Advertisement

[নিজেদেরই বদনাম করছে পাকিস্তান, কটাক্ষ মালালার]

যদিও নিরাপত্তা আধিকারিকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই তিন বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপও। বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীর সংখ্যা। এছাড়া তল্লাশি চালানো হচ্ছে জোরকদমে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। তবে যাত্রীদের নিরাপত্তা নিয়ে আশ্বাসও দেওয়া হয়েছে।

[ফের দাম বাড়ল পেট্রল ও ডিজেলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement