সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক বিবাদে খুন নাকি একাধিক নারীসঙ্গই দায়ী তাঁর মৃত্যুতে? মুম্বইয়ে হীরে ব্যবসায়ীর মৃত্যুতে উঠে আসছে বহু প্রশ্ন৷ কীভাবেই বা মৃত্যু হল ব্যবসায়ী রাজেশ্বর উদানীর, তা নিয়েও তৈরি হয়েছে জটিলতা৷ এই রহস্যমৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছে এক বাঙালি অভিনেত্রীর৷ ইতিমধ্যেই দেবলীনা ভট্টাচার্য নামে ওই অভিনেত্রীকে জেরা করছে পুলিশ৷ এছাড়াও তদন্তের স্বার্থে শচীন পওয়ার নামে এক বিজেপি নেতাকেও আটক করা হয়েছে৷
মুম্বইয়ের প্রতিষ্ঠিত হীরে ব্যবসায়ী রাজেশ্বর উদানী৷ গত ২৮ নভেম্বর অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি৷ তাঁর পরিজনদের দাবি, ওইদিন থেকেই নিখোঁজ হয়ে যান রাজেশ্বর৷ পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করা হয়৷ শুরু হয় খোঁজাখুঁজি৷ ব্যবসায়ীর মোবাইল নম্বরের লোকেশন ট্র্যাক করে পুলিশ৷ তদন্তকারীরা বুঝতে পারেন, নবি মুম্বইয়ের রাবালে এলাকাতেই শেষবার তাঁর ফোন ব্যবহার করা হয়৷ তারপর আর কোনও সিগন্যাল পাওয়া যায়নি৷ এইভাবেই কেটে যায় সপ্তাহখানেক৷ ব্যবসায়ীর কোনও হদিশই পাচ্ছিলেন না তদন্তকারীরা৷ সম্পত্তির লোভে হয় তো কেউ তাঁকে অপহরণ করেছে বলেই আশঙ্কা করে পুলিশ৷ সেই মতো অপহরণের মামলা রুজু করে ব্যবসায়ীর খোঁজ শুরু হয়৷
তদন্তের স্বার্থে ব্যবসায়ীর গাড়িচালকের সঙ্গে কথা বলেন আধিকারিকরা৷ তিনি জানান, ২৮ নভেম্বর গাড়িতে করে পান্থ নগর বাজার এলাকায় রাজেশ্বরকে পৌঁছে দেন৷ এরপর অন্য একটি গাড়িতে উঠে চলে যান হীরে ব্যবসায়ী৷ তবে কোথায় যাচ্ছেন তিনি, সে বিষয়ে কাউকেই কিছু বলে যাননি৷ এদিকে, ৫ ডিসেম্বর রায়গড়ের জঙ্গল থেকে একটি পচাগলা দেহ উদ্ধার করা হয়৷ ওই দেহটি ছিল হীরে ব্যবসায়ীর৷ জুতো এবং পোশাক দেখেই ব্যবসায়ীর মৃতদেহ শনাক্ত করেন তাঁর ছেলে৷ দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপহরণকারীরা অন্যত্র খুন করে ওই এলাকায় ফেলে রেখে যায় হীরে ব্যবসায়ীর দেহ৷ এই অপহরণকারীরা প্রত্যেকেই ওই ব্যবসায়ীর পরিচিত বলেও অনুমান তদন্তকারীদের৷
ঘটনার তদন্তে নেমে ব্যবসায়ীর কললিস্ট খতিয়ে দেখে পুলিশ৷ তাতেই কিছুটা হলেও, মিসিং লিংকের সন্ধান পান তদন্তকারীরা৷ পুলিশ সূত্রে খবর, তাঁর কললিস্ট থেকে একাধিক মহিলার নম্বর পাওয়া গিয়েছে৷ মহিলাদের মধ্যে বেশিরভাগই সিনে দুনিয়ার সঙ্গে জড়িত৷ ‘সাথ নিভানা সাথিয়া’ খ্যাত ধারাবাহিকের অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের সঙ্গেই সবচেয়ে বেশি কথা বলতেন হীরে ব্যবসায়ী৷ পুলিশের আরও দাবি, শচীন পওয়ার নামে ওই বিজেপি নেতার মধ্যস্থতায় মহিলাদের সঙ্গে আলাপ জমিয়েছিলেন ব্যবসায়ী৷ কললিস্ট খতিয়ে দেখার পরই পুলিশ দেবলীনা ভট্টাচার্য এবং শচীন পওয়ারকে আটক করে৷ দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হয়৷ যদিও এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী৷ এই দু’জনকে জেরা করে খুব তাড়াতাড়ি হীরে ব্যবসায়ীর খুনের কিনারা করা সম্ভব হবে বলেই আশা পুলিশের৷
Maharashtra:TV actors Devoleena Bhattacharjee & Sachin Pawar today appeared before Pant Nagar Police station to record their statements in connection with the death of a businessman in Navi Mumbai. The businessman was missing since November 29 & his body was recovered yesterday. pic.twitter.com/TrbpjUSB7L
— ANI (@ANI) December 8, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.