Advertisement
Advertisement

Breaking News

Mumbai

মুম্বইয়ের ফ্ল্যাটে রহস্যমৃত্যু তরুণী পাইলটের, আত্মহত্যায় প্ররোচনার দায়ে গ্রেপ্তার ‘প্রেমিক’

এয়ার ইন্ডিয়ার পাইলট ছিলেন বছর ২৫-এর তরুণী।

Mumbai based Air India Pilot Died and Boyfriend Arrested
Published by: Kishore Ghosh
  • Posted:November 27, 2024 7:24 pm
  • Updated:November 27, 2024 7:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের ফ্ল্যাটে এয়ার ইন্ডিয়ার তরুণী পাইলটের রহস্যমৃত্যু। পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন বছর পঁচিশের ওই তরুণী। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তরুণীর সঙ্গে সম্পর্কে থাকা এক যুবককে। তাঁর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ উঠেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা তরুণীর নাম সৃষ্টি তুলি। বুধবার অন্ধেরির একটি ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। সৃষ্টির প্রেমিক ২৭ বছরের আদিত্য পণ্ডিত। মৃতার কাকার অভিযোগ, আদিত্য মাঝেমাঝেই সৃষ্টির সঙ্গে খারাপ ব্যবহার করতেন। এর জেরে তাঁদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। কার্যত ভাইঝির মৃত্যুর জন্য আদিত্যকেই দায়ী করেছেন শোকগ্রস্ত কাকা।

এদিন সকালে অন্ধেরির ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার করে মুম্বই পুলিশ। প্রাথমিক ভাবে তরুণী আত্মহত্যা করেছেন বলেই মনে করা হচ্ছে। যদিও মৃত্যুর কারণ নিশ্চিত করতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্যদিকে তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে প্রেমিক আদিত্যকে। ২৯ নভেম্বর পর্যন্ত যুবককে পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement