সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও এক পালক জুড়ল মুম্বইয়ের মুকুটে। শুধু দেশের মধ্যেই নয়, এবার বিশ্বের সবচেয়ে অর্থবান শহরগুলির মধ্যে দ্বাদশ স্থান দখল করল বাণিজ্যনগরী।
[দেশের জওয়ানদের অপমান করেছেন মোহন ভাগবত, তোপ রাহুলের]
‘নিউ ওয়ার্ল্ড ওয়েল্থ’ নামে একটি সংস্থার সমীক্ষায় জানা গিয়েছে, মুম্বইয়ের মোট সম্পদের পরিমাণ ৯৫০ বিলিয়ন মার্কিন ডলার। তালিকায় টরন্টো (৯৪৪ বিলিয়ন মার্কিন ডলার), ফ্র্যাঙ্কফুর্ট (৯১২ বিলিয়ন মার্কিন ডলার), প্যারিস-সহ (৮৬০ বিলিয়ন মার্কিন ডলার) বেশ কয়েকটি প্রথমসারির শহরকে পিছনে ফেলে দিয়েছে মুম্বই। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বেশি ধনকুবেরের বাস। এমন শহরের তালিকায় প্রথম দশের মধ্যে স্থান রয়েছে মায়ানগরীর। মুম্বইয়ে মোট ২৮ জন বিলিওনেয়ার আছেন। তাঁদের একেক জনের সম্পদের পরিমাণ ১০০ কোটিরও বেশি। আর্থিক নিরিখে আগামী ১০ বছরে দ্রুততম উন্নয়নশীল শহর হয়ে উঠতে পারে মুম্বই।
বাড়িঘর, অফিস, অর্থ, ইক্যুইটি, বাণিজ্য সহ সব সম্পদের হিসেব করেই এই রিপোর্ট প্রকাশ করেছে ‘নিউ ওয়ার্ল্ড ওয়েল্থ’। তবে এর মধ্যে অবশ্য সরকারি তহবিলের হিসেব নেই। ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে এই তালিকার শীর্ষে আছে নিউ ইয়র্ক। ২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লন্ডন।
[বছরভর অটুট থাকবে এই উপহার, ভ্যালেন্টাইনস ডে-তে ‘সুপারহিট’ পাটের গোলাপ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.