সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাজমহলের গায়ে ফাটল। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এই সৌধের দেওয়াল, মেঝে ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে ফাটল দেখা গিয়েছে। কদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে আগ্রায়। লাগাতার বৃষ্টির প্রকোপেই এই ফাটল সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। সেই সঙ্গেই তাজের গায়ে বেড়ে উঠতে দেখা গিয়েছে গাছের ডালপালাও! গত সপ্তাহেই জানা গিয়েছিল টানা বৃষ্টিতে বেহাল অবস্থা তাজমহলের। ফুটো হয়ে গিয়েছে তাজমহলের মূল গম্বুজ। এবার জানা গেল ফাটলের কথাও।
আগ্রা সার্কেলের আর্কেওলজিক্যাল বিভাগের সুপার রাজকুমার প্যাটেল জানাচ্ছেন, ”কেবল তাজমহলই নয়। অন্যান্য স্মৃতিসৌধগুলোয় একই সমস্যা দেখা যায়। সর্বত্রই ধুলো জমে যায়। জলের ছোঁয়া ও পাখির উৎপাতও রয়েছে। এর থেকে বাঁচতে গাছের পাতাগুলি ৫ থেকে ৮ সেন্টিমিটার বড় হতেই সরিয়ে ফেলা হয়। গাছ আরও বড় হয়ে গেলে সেগুলির মূল মহলের আরও গভীরে প্রবেশ করবে। যা থেকে ক্ষতি হবে স্থাপত্যের। তাই গাছ বেরনোর আট-দশ দিনের মধ্যেই কেটে ফেলা হয়। সেই সঙ্গেই মূলধ্বংসী ও কীটনাশকও প্রয়োগ করা হয়।”
গত কয়েকদিন যে পরিমাণ বৃষ্টি দিল্লি ও আগ্রাতে হয়েছে তা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ফলে অবস্থা তথৈবচ। বন্ধ রাখা হয়েছে বহু স্কুল। এহেন পরিস্থিতিতে তাজকে বিপন্মুক্ত রাখতে জলনিকাশি ব্যবস্থার উপরে জোর দেওয়া হয়েছে। নজর রাখা হয়েছে অন্যান্য হেরিটেজ সাইটগুলির দিকেও।
উল্লেখ্য, মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন ১৬৫৩ সালে তৈরি হওয়া তাজমহল। আগ্রা তো বটেই সারা ভারতের পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ প্রতীক ইউনেস্কো দ্বারা অনুমোদিত এই পর্যটন ক্ষেত্র। যা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পর্যটকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.