সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘আমার ইচ্ছা আপনি আবার প্রধানমন্ত্রী হোন৷’’ নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে উক্তিটি এনডিএ জোটের কোনও নেতা করেননি৷ বুধবার লোকসভার শেষ দিনে এই মন্তব্যটি করেছেন সংসদের নিম্নকক্ষে সমাজবাদী পার্টির দলনেতা মুলায়ম সিং যাদব৷ যাঁর ছেলে তথা সপা সুপ্রিমো অখিলেশ যাদব কিনা বিজেপি বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ৷ মুলায়ম যখন এই মন্তব্য করছেন, তখন তাঁর পাশের আসনে বসে ছিলেন সোনিয়া গান্ধী৷ রাজনৈতিক মহলের মতে, শীর্ষ সপা নেতার এই মন্তব্য স্বভাবতই অস্বস্তিতে ফেলেছে কংগ্রেস, সপা-সহ সমগ্র মহাজোটকে৷
[‘রাজ্যে বিরোধ থাকলেও দিল্লিতে একজোটে লড়ব’, কংগ্রেসকে বার্তা মমতার]
বুধবার লোকসভা অধিবেশনের শেষ দিনে বক্তব্য রাখছিলেন মুলয়াম সিং যাদব৷ এবং হঠাৎই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করতে শুরু করেন তিনি৷ মোদিকে নমস্কার জানিয়ে মুলায়ম বলেন, ‘‘আমি মনেপ্রাণে চাই যে আপনি আবারও প্রধানমন্ত্রী হোন৷ কারণ, কোনও প্রয়োজনে যখন আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি৷ সঙ্গে সঙ্গে আপনি আমার কাজ করে দিয়েছেন৷’’ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন এই বক্তব্য রাখছিলেন, তখন তাঁর পাশের আসনে বসেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী৷ বিষয়টি যথেষ্ট অস্বস্তিতে ফেলে তাঁকে৷ কারণ, মোদি বিরোধী মহাজোটে সপা কংগ্রেসের অন্যতম সহযোগী৷ সেই দলের লোকসভার দলনেতা যদি এমন বিতর্কিত মন্তব্য পেশ করেন, তবে তা কংগ্রেসের কাছে যথেষ্ট বড় ধাক্কা বলে রাজনৈতিক মহলের মত৷ যদিও ওই মন্তব্য মুলায়মের একদম ব্যক্তিগত বলে জানিয়েছে সপা৷ দলের তরফে জানানো হয়েছে, ‘নেতাজি’র মন্তব্যের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই৷ এটি মুলায়মের ব্যক্তিগত অভিমত৷ তাঁদের নেতা অখিনেশ যাদব৷ তাঁর বক্তব্যেই শেষ কথা৷
[কোচিং ক্লাসে আইইডি বিস্ফোরণ, জম্মু-কাশ্মীরে জঙ্গি নিশানায় পড়ুয়ারা]
উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগেই প্রকাশ্যে এসেছিল মুলায়ম ও অখিলেশের দ্বন্দ্ব৷ বাবা-ছেলের দ্বন্দ্বকে কাজে লাগিয়ে কার্যত দু’ভাগে ভাগ হয়ে গিয়েছিল সমাজবাদী পার্টি৷ যার সুযোগ নিয়েছিল বিজেপি৷ বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিপুল জয় পায় গেরুয়া শিবির৷ দীর্ঘদিনের শত্রুতা ভুলে বিজেপিকে রুখতে কাছাকাছি এসেছে সপা-বসপা৷ আসন্ন লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করতে চলেছে অখিলেশ-মায়াবতীর দল৷ সূত্রের খবর, মায়াবতীর সঙ্গে জোটের বিষয়েও নারাজ ছিলেন মুলায়ম৷ কিন্তু বাবার ইচ্ছাকে আগ্রহ্য করেই ‘বুয়া’ মায়াবতীর সঙ্গে জোট গড়েছেন ‘ভাতিজা’ অখিলেশ৷ বুধবার মুলায়ম সিং যাদবের এই মন্তব্য আরও একবার যদু বংশের ঘরের দ্বন্দ্বকে প্রকাশ্যে এনেদিন বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
#WATCH Samajwadi Party’s Mulayam Singh Yadav in Lok Sabha, says, “PM ko badhaai dena chahta hun ki PM ne sabko saath lekar chalne ka pura prayas kiya. Main chahta hun, meri kamna hai ki saare sadsya phir se jeet kar aayen aur aap (PM) dobara pradhan mantri banein.” pic.twitter.com/j6Bnj9Kr3p
— ANI (@ANI) February 13, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.