Advertisement
Advertisement

মোদিকেই প্রধানমন্ত্রী দেখতে চাই, সোনিয়াকে পাশে বসিয়ে বার্তা মুলায়মের

‘নেতাজি’র মন্তব্যে অস্বস্তিতে সপা-কংগ্রেস৷

 Mulayam Singh Yadav wants Modi as PM
Published by: Tanujit Das
  • Posted:February 13, 2019 8:51 pm
  • Updated:February 13, 2019 8:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘আমার ইচ্ছা আপনি আবার প্রধানমন্ত্রী হোন৷’’ নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে উক্তিটি এনডিএ জোটের কোনও নেতা করেননি৷ বুধবার লোকসভার শেষ দিনে এই মন্তব্যটি করেছেন সংসদের নিম্নকক্ষে সমাজবাদী পার্টির দলনেতা মুলায়ম সিং যাদব৷ যাঁর ছেলে তথা সপা সুপ্রিমো অখিলেশ যাদব কিনা বিজেপি বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ৷ মুলায়ম যখন এই মন্তব্য করছেন, তখন তাঁর পাশের আসনে বসে ছিলেন সোনিয়া গান্ধী৷ রাজনৈতিক মহলের মতে, শীর্ষ সপা নেতার এই মন্তব্য স্বভাবতই অস্বস্তিতে ফেলেছে কংগ্রেস, সপা-সহ সমগ্র মহাজোটকে৷

[‘রাজ্যে বিরোধ থাকলেও দিল্লিতে একজোটে লড়ব’, কংগ্রেসকে বার্তা মমতার]

Advertisement

বুধবার লোকসভা অধিবেশনের শেষ দিনে বক্তব্য রাখছিলেন মুলয়াম সিং যাদব৷ এবং হঠাৎই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করতে শুরু করেন তিনি৷ মোদিকে নমস্কার জানিয়ে মুলায়ম বলেন, ‘‘আমি মনেপ্রাণে চাই যে আপনি আবারও প্রধানমন্ত্রী হোন৷ কারণ, কোনও প্রয়োজনে যখন আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি৷ সঙ্গে সঙ্গে আপনি আমার কাজ করে দিয়েছেন৷’’ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন এই বক্তব্য রাখছিলেন, তখন তাঁর পাশের আসনে বসেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী৷ বিষয়টি যথেষ্ট অস্বস্তিতে ফেলে তাঁকে৷ কারণ, মোদি বিরোধী মহাজোটে সপা কংগ্রেসের অন্যতম সহযোগী৷ সেই দলের লোকসভার দলনেতা যদি এমন বিতর্কিত মন্তব্য পেশ করেন, তবে তা কংগ্রেসের কাছে যথেষ্ট বড় ধাক্কা বলে রাজনৈতিক মহলের মত৷ যদিও ওই মন্তব্য মুলায়মের একদম ব্যক্তিগত বলে জানিয়েছে সপা৷ দলের তরফে জানানো হয়েছে, ‘নেতাজি’র মন্তব্যের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই৷ এটি মুলায়মের ব্যক্তিগত অভিমত৷ তাঁদের নেতা অখিনেশ যাদব৷ তাঁর বক্তব্যেই শেষ কথা৷

[কোচিং ক্লাসে আইইডি বিস্ফোরণ, জম্মু-কাশ্মীরে জঙ্গি নিশানায় পড়ুয়ারা]

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগেই প্রকাশ্যে এসেছিল মুলায়ম ও অখিলেশের দ্বন্দ্ব৷ বাবা-ছেলের দ্বন্দ্বকে কাজে লাগিয়ে কার্যত দু’ভাগে ভাগ হয়ে গিয়েছিল সমাজবাদী পার্টি৷ যার সুযোগ নিয়েছিল বিজেপি৷ বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিপুল জয় পায় গেরুয়া শিবির৷ দীর্ঘদিনের শত্রুতা ভুলে বিজেপিকে রুখতে কাছাকাছি এসেছে সপা-বসপা৷ আসন্ন লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করতে চলেছে অখিলেশ-মায়াবতীর দল৷ সূত্রের খবর, মায়াবতীর সঙ্গে জোটের বিষয়েও নারাজ ছিলেন মুলায়ম৷ কিন্তু বাবার ইচ্ছাকে আগ্রহ্য করেই ‘বুয়া’ মায়াবতীর সঙ্গে জোট গড়েছেন ‘ভাতিজা’ অখিলেশ৷ বুধবার মুলায়ম সিং যাদবের এই মন্তব্য আরও একবার যদু বংশের ঘরের দ্বন্দ্বকে প্রকাশ্যে এনেদিন বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement