Advertisement
Advertisement
Mukhyamantri Ladki Bahin Yojana

ভোটের মুখে ভরসা মমতার দেখানো পথ! লক্ষীর ভাণ্ডারের অনুকরণে মহারাষ্ট্রে চালু ‘লড়কি বহেন’ যোজনা

শাসক বিজেপির দাবি, ভোটের মুখে গেমচেঞ্জার হবে এই ‘লড়কি বহেন’ যোজনা। বিরোধীরা অবশ্য বলছে, শেষবেলায় ঘুষ দিয়ে ভোট কেনার চেষ্টা করছে শাসক শিবির।

Mukhyamantri Ladki Bahin Yojana: Maharashtra govt launches its flagship scheme
Published by: Subhajit Mandal
  • Posted:August 18, 2024 12:17 pm
  • Updated:August 18, 2024 12:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাংলার মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের পথ অনুসরণ করে ভোটে জিততে চাইছে মহারাষ্ট্রের এনডিএ জোট সরকার। বিধানসভা ভোটের আগে মহিলাদের মন পেতে ‘লড়কি বহেন’ অর্থাৎ মা-বোনদের জন‌্য বিশেষ প্রকল্প চালু করল মহারাষ্ট্র সরকার।

বাংলার মুখ‌্যমন্ত্রীর ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের অনুকরণে একনাথ শিণ্ডে সরকার ‘মুখ‌্যমন্ত্রী মাঝি লড়কি বহেন যোজনা’র কথা ঘোষণা করল। মহারাষ্ট্র সরকারের এই প্রকল্প চালু হয়েছে শনিবার অর্থাৎ ১৭ আগস্ট। এই প্রকল্পে রাজ্যের প্রায় এক কোটি মহিলা প্রতি মাসে দেড় হাজার টাকা করে সরকারি সাহায্য পাবেন।

Advertisement

[আরও পড়ুন: ভোটের মুখে হেমন্তের সঙ্গ ছেড়ে বিজেপিতে চম্পাই! জল্পনার মধ্যেই মুখ খুললেন ঝাড়খণ্ডের ‘বাঘ’]

উল্লেখ‌্য, বাংলার মুখ‌্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডারের সাফল‌্য দেখে মধ‌্যপ্রদেশ-সহ একাধিক রাজ‌্য মহিলাদের আর্থিক সহায়তা দিতে এমন বেশ কিছু প্রকল্প চালু করেছে। মহিলা ভোটারদের মন জিততে এদিন মহারাষ্ট্রের মুখ‌্যমন্ত্রী তথা শিব সেনা (শিণ্ডে) প্রধান একনাথ জানান, এই প্রকল্প মাত্র শুধু ভোটের আগে কয়েকদিন চলবে ভাবলে মানুষ ভুল করবে। এটা দীর্ঘস্থায়ী প্রকল্প। নারী শক্তি ধুত’ নামে একটি অ‌্যাপের মাধ‌্যমে খুব সহজেই রাজ্যের মহিলারা ‘লড়কি বহেন যোজনা’র জন‌্য আবেদন করতে পারবেন।

[আরও পড়ুন: শিক্ষকের লালসার শিকার! চিকিৎসা চলাকালীন যোগীরাজ্যে মৃত ধর্ষিতা কিশোরী]

শাসক শিবিরের দাবি, ভোটের মুখে গেমচেঞ্জার হবে এই ‘লড়কি বহেন’ যোজনা। বিরোধীরা অবশ্য বলছে, শেষবেলায় ঘুষ দিয়ে ভোট কেনার চেষ্টা করছে শাসক শিবির। তাতে লাভের লাভ কিছু হবে না। মহারাষ্ট্রের মানুষ ওদের চিনে নিয়েছে। বিরোধী শিবিরের যুক্তি, চার মাস আগে লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিরোধী জোট ‘মহা বিকাশ আগাড়ি’র কাছে বিজেপি, শিন্ডে সেনা, অজিত পওয়ারপন্থী এনসিপির জোট পর্যুদস্ত হয়েছে। বিধানসভা ভোট হলে সেই রেশ থেকে যেতে পারে। তাই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাটাতে জলের মতো টাকা খরচ করছে সরকার।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement