Advertisement
Advertisement
Mukesh Ambani

দুবাইয়ের সবচেয়ে দামি বাড়ির মালিক আম্বানির ছেলে, কী কী আছে বিলাসবহুল ভিলায়?

৬৪০ কোটি টাকা দামের বাড়ি কিনেছেন আম্বানি জুনিয়র।

Mukesh Ambani’s son Anant Ambani buys Dubai’s most-expensive home ever | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 27, 2022 6:51 pm
  • Updated:August 27, 2022 11:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার দুবাইয়ে (Dubai) প্রাসাদ আম্বানিদের । মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছেলে অনন্ত আম্বানি (Ananta Ambani) দুবাইয়ের কৃত্রিম দ্বীপ তথা অন্যতম বিলাসবহুল এলাকা পাম জুমেইরাহতে ৬৪০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি কিনেছেন বলে জানা গিয়েছে। সম্প্রতি সম্পত্তির মালিকানা সংক্রান্ত বেশকিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দুবাই প্রশাসন। এরপর সেখানে তারকা ও ধনকুবেরদের মধ্যে বালিসবহুল বাড়ি কেনার প্রবণতা বাড়ছে। এই সুযোগে দুবাইতে সম্পত্তি কিনলেন অনন্ত।

সংবাদ সংস্থা সূত্রে খবর, জুমেইরাহতে যেখানে অনন্ত আম্বানির বাড়ি করেছেন, তার পাশে রয়েছে একাধিক তারকার বাড়ি। আম্বানির অন্যতম প্রতিবেশী ইংল্যান্ড ফুটবলার ডেভিড বেকহ্যাম ও বলিউড বাদশা শাহরুখ খান। অনন্তের বাড়িতে যে অনন্ত রকমের বিলাসের ব্যবস্থা থাকবে তা স্বাভাবিক। কেমন সেই ব্যবস্থা?

Advertisement

জানা গিয়েছে, কৃত্রিম সমুদ্রদ্বীপের অন্যতম দামি বাড়িটিতে রয়েছে ১০টি শোবার ঘর। রয়েছে একটি স্পা। দু’টি সুইমিং পুল। তার একটি খোলা আকাশের নীচে। অন্যটি রয়েছে ইন-হাউজ চত্বরে। এমন বাড়ির দাম ৬৪০ কোটি টাকা হওয়াই স্বাভাবিক।

[আরও পড়ুন: পুলিশের সাহায্য নিয়েই উত্তরপ্রদেশে অসহায় বিধবার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল গুন্ডারা!]

দুবাইতে সম্পত্তি কেনার বিষয়ে আগে বেশকিছু নিষেধাজ্ঞা ছিল। সম্প্রতি তা তুলে নিয়েছে স্থানীয় প্রশাসন। এর ফলে যে সব ভারতীয়ের ‘গোল্ডেন ভিসা’ আছে, তাঁদের মধ্যে দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কেনার প্রবণতা বাড়ছে। যদিও অনন্ত আম্বানির দুবাইতে বাড়ি কেনার বিষয়ে রিল্যায়েন্স কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে জানা গিয়েছে, চলতি বছরের শুরুতে এই সম্পত্তি কেনেন অনন্ত। তবে বাড়ির মালিকানা সরাসরি অনন্তের হাতে থাকছে না। রিলায়্যান্স গোষ্ঠীর কর্পোরেট বিষয়ক ডিরেক্টর পরিমল নাথানি রক্ষণাবেক্ষণ করবেন বাড়িটির।

[আরও পড়ুন: প্রধান বিচারপতি পদে শপথ নিয়েই বাবার পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন ইউইউ ললিত]

প্রসঙ্গত, আম্বানি পরিবারের বিদেশের মাটিতে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে।‌ কিছু দিন আগে ইংল্যান্ডে প্রায় ৬৩০ কোটির একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন মুকেশ আম্বানি। মুকেশ-কন্যা ইশাও নিউ ইয়র্কে একটি বাড়ি কেনার পরিকল্পনা করছেন বলে জানা গিয়েছে। আম্বানিদের সম্পত্তির নয়া সংযোজন অনন্ত আম্বানির দুবাইয়ের বিলাসবহুল এই বাড়ি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement