সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনে অনেকেরই ভাঁড়ারে টান পড়েছে। জমানো টাকা পয়সার প্রায় শেষের মুখে। অথচ সেই সময় স্রোতের উলটো দিকে হাঁটছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। বেড়েই চলেছে তাঁর সম্পদ। বিশ্বের কোটিপতিদের ছাপিয়ে যাচ্ছেন তিনি। আপাতত বিশ্বের বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। অথচ জুলাই মাসের ১০ তারিখে তিনি ছিলেন সপ্তম স্থানে। মাত্র দশ-বারো দিনের মধ্যে দুধাপ উটে এলেন তিনি।
গত ১০ জুলাই বিশ্বের সপ্তম ধনীতম ব্যক্তি ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industry) কর্ণধার। বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটকে পিছনে ফেলে এই স্থান দখল করেন তিনি। এর মাত্র ১২ দিনের মধ্যে পঞ্চম স্থানে পৌঁছে গেলেন তিনি (Mukesh Ambani)। Forbes Real-Time Billionaires র্যাংকিং অনুসারে, এবারও ওয়ারেন বাফেটকে পিছনে ফেলে পঞ্চম স্থান দখল করেছেন তিনি। আম্বানির (Mukesh Ambani) মোট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৫.৬১ লক্ষ কোটি টাকা। এই মুহুর্তে চতুর্থস্থানে আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকাররবার্গ।
লকডাউনের বাজারে যখন বিভিন্ন শিল্প-কারখানায় তালা ঝুলছে, পাট গোটাচ্ছে বিভিন্ন সংস্থা। ঠিক সেই সময় উলটো ছবি দেখা গিয়েছে রিলায়েন্সে। জিও-তে একের পর এক বিনিয়োগ এসেছে। ফেসবুক-গুগল-সহ একাধিক সংস্থা রিলায়েন্সের শেয়ার কিনেছে। ফলে একদিকে যেমন সংস্থার মূলধন বেড়েছে, তেমনই বেড়েছে শেয়ার মূল্যও। আর সেই কল্যাণেই সম্পদ বেড়েছে মুকেশ আম্বানিরও।
হিসেব বলছে, বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের মূল্য সর্বাধিক রেকর্ড বেড়ে ২,০১০ টাকায় পৌঁছে গিয়েছিল। ফলে এই গোষ্ঠীর মোট বাজা মূল্য দাঁড়ায় ১২.৭০ কোটি টাকা। এরফলেই বিশ্বের পঞ্চম ধনীতম ব্যক্তিন হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.