সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভে পুণ্যস্নান এখন ট্রেন্ড। সাধারণ পুণ্য়ার্থী, সন্ন্যাসীদের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তারকা অভিনেতা ও অভিনেত্রী, শিল্পপতি… কাকে দেখা যায়নি ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে! এবার সেই তালিকায় যুক্ত হলেন ধনকুবের শিল্পপতি রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি। অবশ্য একা নয়, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি সপরিবারে মোক্ষের ডুব দিলেন আম্বানি।
#WATCH | Reliance Industries chairman Mukesh Ambani along with his family arrives at Arail Ghat, Prayagraj#MahaKumbh2025 pic.twitter.com/adluydOWl9
— ANI (@ANI) February 11, 2025
এদিন বিশেষ বিমানে প্রয়াগরাজে পৌঁছায় আম্বানি পরিবার। এরপর নিরাপত্তার ঘেরাটোপে ত্রিবেণী সঙ্গমে স্নান করেন তাঁরা। ১৪৪ বছরের মহাকুম্ভে পুণ্যের ডুব দেন মুকেশ, তাঁর মা কোকিলাবেন আম্বানি, দুই ছেলে অনন্ত এবং আকাশ। সঙ্গে ছিলেন আকাশের স্ত্রী শ্লোক মেহতাও। আকাশ-শ্লোকের দুই সন্তান পৃথ্বী ও বেদা। কোকিলাবেনের দুই মেয়েও ছিলেন পারিবারিক এই যাত্রায়। এদিন কড়া নিরাপত্তায় আরিয়াল ঘাটে পৌঁছায় আম্বানি পরিবার। এর পর ত্রিবেণী সঙ্গমে স্নান করেন তাঁরা।
মুকেশ, আকাশ ও অনন্ত সকলের পরনে ছিল দেশীয় পোশাক। গত মাসে মুকেশের ছোট ভাই অনিল আম্বানি এবং তাঁর অভিনেত্রী টিনা আম্বানি মহাকুম্ভে পুণ্যস্নান করেন। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি, বুধবার মাঘী পূর্ণিমা স্নান। সেই সূত্রে ভিড় বাড়ছে মহাকুম্ভে। যোগী প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামিকাল লক্ষ লক্ষ মানুষ জড়ো হবেন সঙ্গমে। ইতিমধ্যে ভিড় সামলাতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.