Advertisement
Advertisement

Breaking News

Farmer's Protest

‘সবুজ বিপ্লবে’র জনক স্বামীনাথনকে ‘ভারতরত্ন’ মোদির, তাঁরই মেয়ে ‘বিদ্রোহী কৃষকদের পাশে

অন্নদাতাদের সঙ্গে অপরাধীসুলভ আচরণ করা যায় না, মন্তব্য মধুরার।

MS Swaminathans Daughter Says farmers can not be treated like criminals | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 14, 2024 4:57 pm
  • Updated:February 14, 2024 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ‘সবুজ বিপ্লবে’র জনক তথা কৃষিবিজ্ঞানী এমএস স্বামীনাথনকে (MS Swaminathan) ‘ভারতরত্ন’ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেই স্বামীনাথনের মেয়ে মধুরা স্বামীনাথন কৃষক আন্দোলনের পাশে দাঁড়ালেন। মধুরার কথায়, কৃষকরা দেশের অন্নদাতা, তাঁদের সঙ্গে অপরাধীসুলভ আচরণ করা যায় না।

গতকাল থেকেই কৃষক আন্দলনে উত্তাল পাঞ্জাব, হরিয়ানা লাগোয়া দিল্লির সীমানা। কৃষকরা ‘দিল্লি চলো’ ডাক দেওয়ার পরেই কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল প্রশাসন। সেই মতোই হরিয়ানা সরকার লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে আন্দোলনকারীদের উপরে। এই ঘটনার প্রতিক্রিয়ায় মঙ্গলবার মধুরা কার্যত ক্ষোভ উগড়ে দেন। বলেন, “সংবাদমাধ্যমের প্রতিবেদনে দেখেছি হরিয়ানায় কৃষকদের জন্য জেল তৈরি করা হয়েছে, ব্যারিকেড করা হয়েছে। কৃষকদের ঠেকাতে সব ধরনের চেষ্টা চলছে। মনে রাখা দরকার, এঁরা কৃষক, অপরাধী নন। অন্নদাতাদের সঙ্গে কথা বলতে হবে।আমাদের সমস্যার সমাধন খুঁজতে হবে।’’

Advertisement

 

[আরও পড়ুন: বিরতির পর ফের শুরু কৃষক বিক্ষোভ, ‘আলোচনাতেই হবে সমাধান’, দাবি অনুরাগ ঠাকুরের]

গত ৯ ফেব্রুয়ারি স্বামীনাথনকে ‘ভারতরত্ন’ হওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্র। সেই সূত্রেই দিল্লির পুসায় ‘ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (IARI)-এর তরফে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে মধুরা বলেন, “এম এস স্বামীনাথন কৃষকদের জন্য চিন্তিত ছিলেন এটা ভেবে যে যাঁরা ফসল ফলান তারাই স্বাস্থ্যকর জীবন যাপন করতে পারেন না।”  আরও বলেন,  “আমি মনে করি, যদি এমএস স্বামীনাথনের সম্মান বজায় রাখতে হয় এবং ভবিষ্যতে এগিয়ে যেতে হয়, তা হলে আমাদের কৃষকদের সঙ্গে নিয়েই চলতে হবে।’’

 

[আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদে প্রথমবার পুজো দিলেন যোগী, ভিডিও ভাইরাল]

প্রসঙ্গত, ভারতে ‘সবুজ বিপ্লবে’র জনক স্বামীনাথনই কৃষকদের জন্য ফসলের ন্যায্য সহায়ক মূল্য প্রণয়ন করেছিলেন এবং বাস্তবায়নের দাবি জানিয়েছিলেন। স্বামীনাথন কমিশনের সেই প্রস্তাব মেনে নেওয়ার দাবিতেও রাস্তায় নেমেছেন কৃষকেরা। গত বছর সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে বিজ্ঞানী স্বামীনাথনের।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement