Advertisement
Advertisement

Breaking News

MPs salary hike

বাজার আগুন, ধুঁকছে দেশ, একলাফে ২৪ শতাংশ বেতন বৃদ্ধি সাংসদদের, বাড়ল ভাতাও

বেতনবৃদ্ধির প্রতিবাদ করেননি বিরোধীরাও, এখন কত বেতন পাবেন সাংসদরা?

MPs are getting a 24% salary hike, daily allowance and pension also increased
Published by: Subhajit Mandal
  • Posted:March 24, 2025 4:53 pm
  • Updated:March 24, 2025 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুদ্রাস্ফীতিতে ধুঁকছে দেশ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জেরে জর্জরিত আমজনতা। নিন্দুকেরা বলেন, সেসব সুরাহা করার বিশেষ চেষ্টা এখনও সরকারের তরফে দেখা যায়নি। তবে সাংসদদের ‘দুর্দশা’ নিয়ে চিন্তিত মোদি সরকার। সেকারণেই একলাফে ২৪ শতাংশ বাড়ানো হল সাংসদদের বেতন। প্রায় সমানুপাতিক হারে বাড়ছে সাংসদদের দৈনিক ভাতা এবং প্রাক্তন সাংসদদের পেনশনও।

সোমবার সংসদ বিষয়ক মন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এতদিন সাংসদরা মাসিক ১ লক্ষ টাকা করে বেতন পেতেন। এবার সেটা বেড়ে হবে ১ লক্ষ ২৪ হাজার টাকা। সেই সঙ্গে সাংসদদের দৈনিক ভাতা বেড়েছে ২৫ শতাংশ। আগে যে ভাতা ছিল দৈনিক ২ হাজার টাকা। সেটাই এবার বেড়ে হল আড়াই হাজার টাকা। সেই সঙ্গে প্রাক্তন সাংসদদের পেনশনের অঙ্কটাও বাড়ল একই হারে। আগে যে পেনশনের অঙ্কটা ছিল মাসে ২৫ হাজার টাকা। এবার সেটা বেড়ে হচ্ছে মাসিক ৩১ হাজার টাকা। এর বাইরে প্রতি বছর সাংসদ থাকার জন্য অতিরিক্ত পেনশনের অঙ্কটা ২ হাজার টাকা থেকে বেড়ে আড়াই হাজার টাকা হচ্ছে।

Advertisement

নতুন এই বেতনবিধি চালু হচ্ছে ১ এপ্রিল ২০২৩ সাল থেকে। অর্থাৎ গত প্রায় দুবছরের বর্ধিত বেতনের টাকা সাংসদরা ‘এরিয়ার’ হিসাবে এককালীন পাবেন। কেন্দ্র সরকারি সূত্র বলছে, আয়কর আইন মেনেই মুদ্রাস্ফীতির সঙ্গে খাপ খাওয়াতে যাতে সাংসদদের সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতেই এই বেতনবৃদ্ধির সিদ্ধান্ত। তাৎপর্যপূর্ণভাবে কোনও বিরোধী দলও সরকারের এই সিদ্ধান্তের কোনও প্রতিবাদ করেনি।

রাজনৈতিক মহল বলছে, এক ধাক্কায় এই বড় অঙ্কে সাংসদদের বেতনবৃদ্ধিটা নতুন কিছু নয়। আগের সরকারের আমলেও নিয়ম করে বেতন বাড়ানো হত জনপ্রতিনিধিদের। এই একই তৎপরতা সরকার যদি আমজনতাকে স্বস্তি দিতে দেখাত, তাহলে হয়তো বহু সমস্যার আরও চটজলদি সমাধান মিলত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub