Advertisement
Advertisement

মন্ত্রী-সাংসদদের শুভেচ্ছায় স্পেশ্যাল হল অধ্যক্ষ সুমিত্রা মহাজনের জন্মদিন

ভেদাভেদ ভুলে সকলে গাইলেন ‘হ্যাপি বার্থ ডে’৷

MP’s all together wishes Speaker Sumitra Mahajan on her birthday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 12, 2017 12:26 pm
  • Updated:December 7, 2019 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তর্ক-বিতর্ক, আলোচনা-পর্যালোচনা-সমালোচনা কত কিছুই না হয় একটা কক্ষের মধ্যে৷ দোষারোপ, পাল্টা দোষারোপের চিল চিৎকারে কান পাতা দায় হয়ে দাঁড়ায়৷ লোকসভার এই চিত্রেই অভ্যস্ত ভারতবাসী৷

[সিরিয়ায় হামলার জেরে এবার প্রকাশ্যেই আমেরিকাকে তুলোধোনা পুতিনের]

Advertisement

কিন্তু বুধবার সকালের পরিস্থিতিটা একটু আলাদা ছিল৷ কক্ষের বাইরে কান পাতলেই শোনা গেল ‘হ্যাপি বার্থ ডে’র সুর৷ গাইলেন কারা? দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোটে জিতে আসা সাংসদরা৷ কার জন্য? লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজনের জন্য৷ জন্মদিনের সুরেই শুরু হল এদিনের অধিবেশন৷

৭৪ বছরে পা দিলেন লোকসভার অধ্যক্ষ৷ সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার উঠে দাঁড়িয়ে সবার পক্ষ থেকে অধ্যক্ষকে শুভেচ্ছা জানান৷ পুরো কক্ষের পক্ষ থেকে দীর্ঘ ও সুস্থ জীবনের কামনা করেন৷ জন্মদিনের শুভেচ্ছায় আপ্লুত সুমিত্রা মহাজন সকলকে ধন্যবাদ দেন৷ পাশাপাশি রসিকতা করে বলেন, যখন কক্ষের তুমুল হইচইয়ের মুহূর্তে যখন উত্তপ্ত বাক্য বিনিময় হন৷ তখন যদি তিনি সাংসদদের থামানোর জন্য একটু কড়া ভাষায় কথা বলেন তাহলে কেউ যেন কিছু মনে না করেন৷

[অনুরাগীর পোস্টে হেসেই খুন প্রধানমন্ত্রী মোদি, দিলেন বাহবা!]

১৯৪৩ সালে মহারাষ্ট্রের চিপলুনে জন্ম হয় সুমিত্রা মহাজনের৷ প্রথম থেকে ভাল ছাত্রী ছিলেন তিনি৷ পড়াশোনার পাশাপাশি ঝোঁক ছিল গান-বাজনা, নাটক, সিনেমায়৷ তবে ভবিষ্যত তাঁর জন্য বেছেছিল রাজনীতির পথ৷ সেই পথেই ১৯৮৯ সালে প্রবীন কংগ্রেস নেতা প্রকাশ চন্দ্র শেঠিকে হারিয়েছিলেন৷ এর পর আর পিছনে ফিরে তাকাননি তিনি৷ ২০১৪ সালে লোকসভার অধ্যক্ষের পদ গ্রহণ করেন সুমিত্রা মহাজন৷ এখনও পর্যন্ত সেই পদ দায়িত্ব সহকারেই পালন করে এসেছেন৷ বজায় রেখেছেন নিজের স্বচ্ছ ভাবমূর্তি৷

[মমতার মাথা কেটে আনলে ১১ লক্ষ টাকা ইনাম, ঘোষণা বিজেপি নেতার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement