Advertisement
Advertisement
Villagers Dig Up Parvati River

OMG! নদীর পাড়ে মিলছে মুঘল আমলের ‘মোহর’? কুড়িয়ে নিতে জমল ভিড়

ব্যাপারখানা কী?

MP Villagers Dig Up Parvati River in Search of Gold and Silver Coins। Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:January 11, 2021 1:46 pm
  • Updated:January 11, 2021 9:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নদীর পাড়ে খোঁড়াখুঁড়ি করলেই নাকি মিলছে সোনা ও রুপোর মুদ্রা! এই খবরের জেরে প্রবল উত্তেজনা ছড়িয়ে মধ্যপ্রদেশের রাজগড় (Rajgarh) জেলায়। স্থানীয় পার্বতী নদীর তীরবর্তী এলাকায় রীতিমতো তাঁবু খাটিয়ে বসবাস করতে শুরু করেছেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। নদীর মাটি খোঁড়ার কাজও চলছে দিনরাত। যদিও গুজবের জেরে এই ঘটনা ঘটছে বলে দাবি প্রশাসনের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে পার্বতী (Parbati) নদীতে মাছ ধরতে গিয়ে পাড় থেকে পুরনো কিছু মুদ্রা খুঁজে পেয়েছিলেন রাজগড় জেলার শিবপুরা ও গরুড়পুরা গ্রামের মৎস্যজীবীরা। ওই মুদ্রাগুলি মোঘল আমলের বলে জল্পনা শুরু হয়। এদিকে এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই পার্বতী নদীর পাড়ে দলে দলে লোক জমে যায়। শুরু হয় নদীর পাড়ে মাটি কোপানোর কাজ। খবর পেয়ে ভোপাল শহর থেকে ১৪১ কিলোমিটার দূরে অবস্থিত ওই এলাকায় আসতে শুরু করেন অন্য জেলার লোকও। এখনও সেখানে লোকজন এসে মাটি খুঁড়ে গুপ্তধন খোঁজার চেষ্টা করছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘কৃষি আইন কার্যকর করা থেকে আপাতত বিরত থাকুন’, কেন্দ্রকে জানাল সুপ্রিম কোর্ট]

রাজগড় জেলার অনেক লোকের বিশ্বাস, পার্বতী নদীর পাড়ে অবস্থিত ওই এলাকায় পুরনো কোনও গুপ্তধন রয়েছে। কয়েকজন মৎস্যজীবীরা তার খুবই সামান্য অংশ হাতে পেয়েছেন। যদি ঠিকঠাক জায়গার মাটি খোঁড়া হয় তাহলে প্রচুর ধনসম্পত্তি পাওয়া যাবে। তাই যত দিন যাতে ওই এলাকায় মানুষের সংখ্যা বাড়ছে। আট থেকে আশি, সকাল থেকেই সমস্ত কাজ ফেলে গুপ্তধন খোঁজার কাজ করছে।

এপ্রসঙ্গে রাজগড়ের পুলিশ সুপার প্রদীপ শর্মা বলেন, আমরা ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনও অবনতি না হয় তার জন্য কড়া নজরদারি চালাচ্ছি। সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টাও খেয়াল রাখা হচ্ছে। প্রাথমিকভাবে মৎস্যজীবীরা যে প্রাচীন মুদ্রাগুলি পেয়েছে সেগুলি ব্রোঞ্জের বলে জানা গিয়েছে। কিন্তু, তারপরও মানুষ সোনা ও রূপোর মুদ্রা-সহ গুপ্তধনের খোঁজে মাটি খুঁড়ছে। প্রচুর ভিড় হওয়ায় করোনা সংক্রমণের আশঙ্কাও রয়েছে।

[আরও পড়ুন: মহাত্মাকে অপমান! মধ্যপ্রদেশে নাথুরাম গডসের নামে লাইব্রেরি খুলল হিন্দু মহাসভা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement