সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বার্ড ফ্লু-র ভাইরাসের দেখা মিলল বিড়ালের শরীরে। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় বেশ কিছু বিড়ালের শরীরে মিলেছে এইচ৫এন১ ভাইরাস। এই প্রথম এই ভাইরাসের দেখা মিলল এই গৃহপালিত প্রাণীটির শরীরে। যদিও স্বস্তির বিষয় হল, কোনও ক্ষেত্রেই বিড়ালের মালিকরা এই ভাইরাসে সংক্রমিত হননি।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত তিন থেকে চারটি বিড়ালের মালিকদের পরীক্ষা করে দেখা হয়েছে। কিন্তু কারও শরীরেই ওই ভাইরাসের দেখা মেলেনি। প্রসঙ্গত, বার্ড ফ্লু আতঙ্ক বেড়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায়। বাংলায় এখনও পর্যন্ত বার্ড ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে রাজ্য প্রাণিসম্পদ দপ্তর আশ্বস্ত করলেও চিড়িয়াখানার আবাসিকদের পাতে ব্রাত্য মুরগির মাংস। রাজ্যের সব চিড়িয়াখানায় চিকেন নিষিদ্ধ করা হয়েছে।
কিন্তু কেবলই মুরগিই নয়, গত জানুয়ারিতেই জানা গিয়েছিল, বার্ড ফ্লুর ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাঘের। মহারাষ্ট্রের নাগপুরে ৩টি বাঘ ও একটি চিতাবাঘের মৃত্যুতে প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হওয়ায় ল্যাবে নমুনা পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পর জানা যায়, প্রাণীগুলির মৃত্যুর কারণ বার্ড ফ্লু। বিষয়টি প্রকাশ্যে আসার পর লাল সতর্কতা জারি করা হয়। বিশেষজ্ঞরা জানান, বন্য মাংসাশী প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু সংক্রামিত হয় সাধারণত তাদের শিকার করা কাঁচা মাংস খাওয়ার ফলে। এক্ষেত্রেও তেমনটা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবার বিড়ালের শরীরেও মিলল বার্ড ফ্লু ভাইরাস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.